চীনে আবিষ্কৃত নতুন ভাইরাস G4 আক্রান্ত দেশের ৪.৪ শতাংশ মানুষ! গোটা বিশ্বকে নিতে পারে নিজের প্রকোপে
নয়া দিল্লীঃ বিজ্ঞানীরা চীনে (China) আরও একটি নতুন ভাইরাসের খোঁজ পেয়েছে। এই ভাইরাস সোয়াইন ফ্লু (Swine flu) এর আপডেট ভার্সন। এই ভাইরাস করোনার মহামারীর সমস্যাকে আরও বাড়াতে পারে বলে আশঙ্কা। আমেরিকার সাইন্স জার্নাল PNAS এ বিজ্ঞানীদের এই অধ্যায়ন প্রকাশ পেয়েছে। খোঁজ পাওয়া নতুন ফ্লু ২০০৯ এ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া H1N1 সোয়াইন ফ্লু এর জিনগত বংশধর। কিন্তু আগের সোয়াইন ফ্লুয়ের থেকে এই নতুন ভার্সন অনেক বেশি বিপদজনক।
New swine flu with pandemic potential identified by China researchers https://t.co/ADkTXjzwLb
— The Guardian (@guardian) June 30, 2020
https://platform.twitter.com/widgets.js
চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আর চীনের সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেশন এর বৈজ্ঞানিকরা বলেন, এই নতুন ফ্লু এতটাই শক্তিশালী যে, মানুষকে আরও বেশি করে কাবু করতে পারে। নতুন সোয়াইন ফ্লু করোনা মহামারীর মধ্যে যদি ছড়িয়ে পড়ে, তাহলে গোটা বিশ্ব বড় বিপদের সন্মুখিন হবে।
নতুন সোয়াইন ফ্লু এর নাম G4 দেওয়া হয়েছে। চীনের বৈজ্ঞানিকরা এই ভাইরাসকে খোঁজার জন্য ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত রিসার্চ করেছে। এই সাত বছরে চীনের ১০ টি রাজ্য থেকে ৩০ হাজার শুয়োরের স্যাম্পেল নেওয়া হয়েছে। এরপর সেই স্যাম্পেল গুলোর পরীক্ষা করা হয়।
পরীক্ষার পর জানা যায় যে, চীনের ১৭৯ প্রকারের সোয়াইন ফ্লু আছে। আর সরকম সোয়াইন ফ্লুয়ের মধ্যে G4 কে আলাদা করে গবেষকরা। চীনের বেশিরভাগ শুয়োরের মধ্যে G4 সোয়াইন ফ্লু পাওয়া গেছে। ২০১৬ এর পর থেকে এই ভাইরাস চীনের শুয়োরের মধ্যে পাওয়া যাচ্ছে। এরপর গবেষকরা G4 এর গবেষণা শুরু করে। তারপর এমন তথ্য সামনে আসে যে, তাদের হুঁশ উড়ে যায়।
নতুন গবেষণায় জানা যায় যে, সোয়াইন ফ্লু G4 মানুষের শরীরে আরও ভয়ানক ভাবে ছড়িয়ে পড়তে পারে। G4 অত্যাধিক তীব্রতার সাথে সংক্রমণ ছড়ায়। এর মানে এই যে, এই ভাইরাস খুব দ্রুত গতিতে মহামারী ছড়িয়ে দেবে। বিজ্ঞানীরা দাবি করেছেন যে, চীনের শুয়োর ফার্মে কাজ করা প্রতি দশজনের মধ্যে একজনের শরীরে G4 ভাইরাস পাওয়া গেছে। তাদের অ্যান্টিবডি টেস্ট করার পরেই শরীরে G4 এর সংক্রমণ পাওয়া যায়।
Flu virus with 'pandemic potential' found in China https://t.co/O4Pv1f8NjM
— BBC Health News (@bbchealth) June 29, 2020
https://platform.twitter.com/widgets.js
ওই পরীক্ষায় জানা যায় যে, চীনের প্রায় ৪.৪ শতাংশ মানুষ এই G4 ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস শুয়োর থেকে মানুষের শরীরে ছড়িয়েছে। কিন্তু এখনো এটা জানা যায়নি যে, এটা মানবদেহ থেকে মানবদেহে ছড়াচ্ছে নাকি। বৈজ্ঞানিকরা এই নিয়ে গভীর গবেষণা করছেন। চীনের গবেষকরা নিজেদের রিপোর্টে লিখেছে যদি এই G4 ভাইরাস মানব দেহ থেকে মানব দেহে ছড়ায় তাহলে এই মহামারী আরও বিপদজনক হয়ে উঠবে।
A new finding that Chinese pigs are more and more frequently becoming infected with a strain of influenza that has the potential to jump to humans has infectious disease researchers worldwide taking serious notice. https://t.co/LgtaFXbRHn
— News from Science (@NewsfromScience) June 29, 2020
https://platform.twitter.com/widgets.js
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা বিভাগের প্রধান জেমস বুড বলেন, আমাদের ফার্মে পালিত পশুদের থেকে ছড়ানো ভাইরাস নিয়ে আরও সতর্ক হতে হবে। কারণ মানুষ আর পশুদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার ফলেই এইরকম সংক্রমণ ছড়িয়ে পড়ছে। পশুদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখার সময় হয়ে এসেছে।
from India Rag https://ift.tt/2ZntzQU
Comments
Post a Comment