BIG BREAKING: চীনকে বড়সড় ঝটকা দিলো ভারত, TikTok সমেত ৫৯ টি অ্যাপ হল নিষিদ্ধ
নয়া দিল্লীঃ ভারত (India) আর চীনের (China) মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে চলা উত্তেজনার মধ্যে ভারত সরকার চীনের ৫৯ টি অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল। ওই অ্যাপের মধ্যে জনপ্রিয় TikTok অ্যাপ আর UC Browser এর নামও আছে। সীমান্তে উত্তেজনা কম হওয়ার নামই নিচ্ছে না। দুই পক্ষই সীমান্ত মজবুত করতে প্রচুর সৈন্যবল এবং হাতিয়ার মোতায়েন করছে। আর এর মধ্যে ভারত সরকারের এই সিদ্ধান্ত চীনকে বড়সড় ঝটকা বলেই মনে করা হচ্ছে। কারণ চীন এই অ্যাপের মাধ্যমে ভারত থেকে অনেক টাকা কামিয়ে নিয়ে যায়। এমনকি চীনা অ্যাপ টিকটক দিয়ে ভারতের গোপন তথ্য চুরি করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।
from India Rag https://ift.tt/38chNwB
Comments
Post a Comment