করোনার বিরুদ্ধে লড়তে ফের নার্সের ভূমিকায় মুম্বাইয়ের মেয়র, প্রশংসায় পঞ্চমুখ গোটা ভারত

ওয়েব ডেস্কঃ মুম্বাইয়ের (Mumbai) মেয়র কিশোরী পেডেনকর (Kishori Pednekar) মুম্বাই মহানগরীতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা জন্য নিজের পুরনো ইউনিফর্ম পড়ে নিলেন আবার। উনি এর আগে নার্স ছিলেন। শিবসেনার এক নেতা জানান, উনি রাতে পালীর হাসপাতালে রোগীদের সেবা করবেন।

https://platform.twitter.com/widgets.js

শিবসেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্যুইট করে লেখেন, ‘এটা আমাদের মুম্বাইয়ের সন্মানিত মহাপৌর কিশোরী পেডনকর জি। তিনি রোজ সকাল আটটা হেকে রাত দুটো পর্যন্ত কাজ করেন, আর এবার তিনি মহানগরের সেবার জন্য নিজের পুরনো ইউনিফর্ম পড়ে নিলেন। উনি নায়ের হাসপাতালে রোগীদের দেখভাল করবেন।”

উনি বলেন, যারা ওনার বিরুদ্ধে অপমান জনক কথা বলছেন, তাদের এটা দেখে শিক্ষা নেওয়া উচিৎ।

https://platform.twitter.com/widgets.js

মুম্বাইয়ের মেয়র ট্যুইট করে লেখেন, মুম্বাইয়ের জন্য সবকিছু। আমরা ঘরে বসে কাজ করতে পারব না, আমরা আপনাদের জন্য রাস্তায় নেমে কাজ করব। ঘরে থাকুন, নিজের শরীরের দিকে নজর দিন। আমি নায়ের হাসপাতালে আছি।”

 



from India Rag https://ift.tt/2yLddYA

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।