খুলে গেলো দরজা কেদারনাথের, প্রধানমন্ত্রী মোদীর নামে হল প্রথম পুজো
কেদারনাথ ধামের (Kedarnath Dham) কপাট খোলার পর সর্বপ্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তরফ থেকে রুদ্রঅভিষেক পুজো সম্পন্ন হল। জ্যোতির্লিঙ্গ কেদারনাথ ভগবানের মন্দিরের কপাট মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্রে সকাল ৬ঃ১০ মিনিটে সমস্ত বিধি, নিয়মের সাথে পুজো করার পর খোলা হয়। ১০ হাজার কুইন্টাল ফুল ছড়ানো হয় মন্দির চত্বরে।
কেদারনাথ ধামের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্ক অনেক পুরনো। উনি কেদারনাথের সাধনা করেছিলেন, এরপর ওনার ভাগ্যের দরজা খুলে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সময় কেদারনাথের পাসে গড়ুরচট্টিতে প্রায় দেড় মাস একটি গুহাতে ঢুকে সাধনা করেন।
শোনা যায় যে, ৮০ এর দশকে তিনি মাঝে সাঝেই বাবা কেদারনাথ এর দর্শনে যেতেন। প্রধানমন্ত্রী হওয়ার পর উনি অনেকবার কেদারনাথে গেছেন।
গত বছরের মে মাসে লোকসভা নির্বাচনের গণনার কিছুদিন আগে তিনি কেদারনাথ ধামে যান। আর সেখানে এক রাত রুদ্র গুহায় সাধনা করেন।
from India Rag https://ift.tt/3aOLpzI
Comments
Post a Comment