VIDEO: ভারত বনধ সফল করতে জোর করে বন্ধ করা হচ্ছিল দোকান! লঙ্কার গুঁড়ো ছিটিয়ে শাস্তি দিলেন মহিলা

নাগরিকতা সংশোধন আইনের বিরোধিতা করা সংগঠন গুলো ২৯ জানুয়ারি ভারত বন্ধ ডেকেছিল। যদিও এই বন্ধ নিয়ে সমস্ত রাজ্যে প্রশাসন সম্পূর্ণ ভাবে অ্যালার্ট ছিল। আরেকদিকে, মহারাষ্ট্রে এই বনধের কিছু প্রভাব দেখা যায়। পুলিশ রাজ্যের পুনে শহর থেকে প্রদর্শন করা ২৫০ জনকে গ্রেফতার করে। আরেকদিকে মহারাষ্ট্রের যবতমালে দোকান বন্ধ করা নিয়ে প্রদর্শনকারীর সাথে বিবাদ হওয়ার পর মহিলা প্রদর্শনকারীর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন।

উল্লেখ্য, দেশের অন্য শহরের মতো মহারাষ্ট্রের যবতমালেও বনধের সমর্থনে প্রদর্শন হচ্ছিল। আর সেই সময় প্রদর্শনকারীরা জোর করে দোকান বন্ধ করতে চায়, সেটা নিয়ে দোকানদার বিক্ষোভ দেখায়। এরপর প্রদর্শনকারী আর দোকানদারের মধ্যে বিবাদ বেড়ে যায় আর দোকানদার মহিলা প্রদর্শনকারীর দিকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তাঁকে সেখান থেকে ভাগিয়ে দেয়।

বহুজন ক্রান্তি মোর্চা এনআরসি আর সিএএ এর বিরুদ্ধে অন্যান্য কয়েকটি সংগঠনের সাথে এই বনধ ডেকেছিল। আরেকদিকে, ভারত বনধের সময় কাঞ্জুরমার্গ এর লাইনে প্রদর্শনের কারণে বুধবার সকাল থেকে মুম্বাইয়ে মধ্য রেলওয়ের সেবা ব্যাহত হয়। পুলিশ জানায় যে, কমপক্ষে ১০০ জন প্রদর্শনকারী সকাল আটটা থেকে রেলওয়ে লাইনে জমা হয়ে রেল পরিষেবা ব্যাহত করে।

https://platform.twitter.com/widgets.js

আরেকদিকে, দিল্লীর জন্তর মন্তরে নাগরিকতা আইন আর এনআরসি নিয়ে প্রদর্শন জারি আছে। সেখানে এক সমাজকর্মী তথা নাট্যচিত্রকর তপন বসুর এক বিতর্কিত বয়ান ভাইরাল হয়ে যায়। উনি বলেন, পাকিস্তান আমাদের কোন শত্রু দেশ নয়। ভারতের সেনাই নিজের মানুষদের মারছে। এমনকি উনি পাকিস্তান আর ভারতের সেনার মধ্যে কোন পার্থক্য নেই বলে জানান।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2RXrS94

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।