দেশদ্রোহীদের বিরিয়ানি না খাইয়ে, বুলেট খাওয়ানো উচিৎ! বললেন বিজেপির মন্ত্রী

নাগরিকতা সংশোধনী আইন (CAA) এর বিরোধিতা করা মানুষদের বিরুদ্ধে বিজেপির (BJP) সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur) আর বিজেপি সাংসদ প্রবেশ বর্মার (Parvesh Verma) আপত্তিজনক বয়ানের পর এবার কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকারের মন্ত্রী সিটি রবি (C T Ravi) আরও একটি বিতর্কিত বয়ান দেন। রবি অনুরাগ ঠাকুরের বয়ানের সমর্থন করে বলেন, ‘দেশদ্রোহীদের বিরিয়ানি না, গুলি মারা উচিৎ।”

https://platform.twitter.com/widgets.js

মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার দিল্লীর একটি র‍্যালিতে CAA এর বিরোধিতা করা মানুষদের গদ্দার বলেন। ওনার এই বয়ানের পর রাজনৈতিক মহলে ওনাকে নিয়ে খুব সমালোচনা হয়। যদিও, কিছু বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের এই বয়ানকে সমর্থন করেন। কর্ণাটকের মন্ত্রী সিটি রবি বলেন, দেশদ্রোহীদের সাথে কোনরকম নরম মনোভাব পালন করা উচিৎ নয়।

সিটি রবি অনুরাগ ঠাকুরের বয়ানে আপত্তি দেখানো মানুষকে একটি বিশেষ ক্যাটাগরিতে ফেলেন। উনি ট্যুইট করে লেখেন, ‘এরা জঙ্গি আজমল কাসভ আর ইয়াকুব মেমনের ফাঁসির বিরোধিতা করেছিল, টুকড়ে-টুকড়ে গ্যাং এর সমর্থন করেছিল। আর নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে সর্বত্র অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি উনি লেখেন, ‘দেশদ্রোহীদের বিরিয়ানি না, বুলেট দেওয়া উচিৎ।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2O61FUL

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।