মহারাষ্ট্রে শিবসেনা ক্ষমতায় এলেই রুখে দেওয়া হবে বুলেট ট্রেন নিয়ে মোদীর ড্রিম প্রোজেক্ট!
মুম্বাইঃ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শিবসেনা, কংগ্রেস আর এনসিপির মধ্যে একের পর এক বৈঠক আর চর্চা হয়েই চলেছে। তিনটি দল কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে চর্চা করছে। আর এই চর্চায় কৃষকদের জন্য বড় ঘোষণা হতে আপ্রে। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বুলেট ট্রেনের জন্য দেওয়া টাকা এবার রাজ্যের কৃষকদের ঋণ মাফির জন্য করা হতে পারে।
সুত্র অনুযায়ী, কমন মিনিমাম প্রোগ্রামে তিনটি দলই এই ইস্যু নিয়ে চর্চা করছে। আপানদের জানিয়ে রাখি, বুলেট ট্রেন প্রোগ্রামে রাজ্য সরকারের তরফ থেকেও পয়সা দেওয়া হয়, আর এই অংশীদারিতে এবার মহারাষ্ট্র সরকারের দেওয়া টাকা বন্ধ হতে পারে। বুলেট ট্রেনের জন্য ২৫ শতাংশ ফাণ্ড দিচ্ছে মহারাষ্ট্র সরকার।
জানিয়ে দিই, বুলেট ট্রেন প্রোজেক্ট হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ড্রিম প্রোজেক্টের মধ্যে একটি। দেশের প্রথম বুলেট ট্রেন আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে চালানো হবে। এই ট্রেন জাপানের সাহায্য নিয়ে তৈরি করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই প্রোজেক্টের শিলন্যাস করেছিলেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2qx0GUV
Comments
Post a Comment