পাঁচ বছরে মোদীকে উল্টোপাল্টা বলা, আর ওনার মাকে গালিগালাজ করার ফল হিসেবে, জমানত জব্দ হল রাজ বব্বরের


লোকসভা নির্বাচনের ফলাফল বেড়িয়ে গেছে। এবার লোকসভা নির্বাচনে অভূতপূর্ব জয় হাসিল করে নিয়েছে নরেন্দ্র মোদী (Narendra Modi) । আর নির্বাচনের ফলাফল ঘোষণা পর এবার বিশ্লেষণ এর পালা। অনেক নেতারই রাজনৈতিক ক্ষমতা এখন সবাই দেখছে। আর এই নেতাদের মধ্যে কংগ্রেস নেতা রাজ বব্বরের (Raj Babbar) নামও যুক্ত আছে। উত্তর প্রদেশ কংগ্রেসে (Congress) নেতা তথা অভিনেতা রাজ বব্বর বিগত পাঁচ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেছিলেন। ২০১৪ সালের আগে ইনি দারিদ্রতা নিয়েও উল্টোপাল্টা মন্তব্য করতেন।

২০১৪ সালে দেশে চরম মোদী ঝড় থাকার জন্য রাজ বব্বর হেরে গেছিলেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত রাজ বব্বর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকেও গালিগালাজ করেছিলেন তিনি। রাজ বব্বর কিন্তু কংগ্রেসের সাধারণ নেতা না। উনি দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে কংগ্রেসের সভাপতি পদে আছেন। আর তিনি উত্তর প্রদেশের ফতেহপুর সিকরি থেকে এবারের নির্বাচনে লড়েছেন।

রাজ বব্বর ফতেহপুর সিকরি থেকে লড়েছেন আবার হেরেওছেন। তবে সবথেকে অবাক করা ব্যাপার হল, ওই আসন থেকে ওনার জমানত বাজেয়াপ্ত হয়েছে। উনি ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭ শতাংশ ভোট হাসিল করতে পারেন নি। উনি চরম মোদী বিরোধী, কিন্তু মোদীর বিরুদ্ধে লড়তে নেমে, জমানত বাজেয়াপ্ত করিয়ে ফেললে তিনি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2KahmsN

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।