রাহুল গান্ধীর নাগরিকতা নিয়ে আবার উঠলো প্রশ্ন! নোটিশ পাঠিয়ে ১৫ দিনের মধ্যে জবাব চাইল স্বরাষ্ট্র মন্ত্রক

বিজেপির বরিষ্ঠ নেতা আর সাংসদ সুব্রমনিয়ম স্বামী (subramanian swamy) কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ( Rahul Gandhi ) একজন ব্রিটিশ নাগরিক বলে দাবি করেছেন। ওনার এই অভিযোগের পর স্বরাষ্ট্র মন্ত্রক রাহুল গান্ধীকে একটি নোটিশ পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়ে ১৫ দিনের মধ্যে জবাব চেয়েছে।

স্বামী টুইট করে লেখেন, ‘ আমার অভিযোগের পরেই কি স্বরাষ্ট্র মন্ত্রক আজ এই নোটিশ জারি করলো? ” যদিও উনি টুইট করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম উল্লেখ করেননি, বরঞ্চ উনি নাম না উল্লেখ করেই ওনাকে আক্রমণ করেছেন। আরেকদিকে নাগরিকতা নিয়ে প্রশ ওঠার পর, বিজেপি রাহুল গান্ধীর উপর আক্রমণ শানিয়েছে। বিজেপি বলেছে, রাহুল গান্ধীকে এই ব্যাপারে অতিসত্বর জবাবদিহি করতে হবে।

রাহুল গান্ধীর নাগরিকতা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল। এমনকি গান্ধী পরিবারের চিরাচরিত আসন আমেঠি থেকে ওনার মনোনয়ন বাতিল করারও দাবি তুলেছিলেন আমেঠির নির্দল প্রার্থী। রাহুল গান্ধীর নাগরিকতা আর ওনার ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধীর মনোনয়ন বাতিল করার আবেদন করেছিলেন নির্দল প্রার্থী ধ্রুব লাল কৌশল।

রাহুল গান্ধীর উপর অভিযোগ এনে বলা হয়েছিল যে, ওনার আসল নাম রাউল ভিন্সি। আর ওনার কাছে ব্রিটিশ নাগরিকতাও আছে। ধ্রুব লাল কৌশলের আইনজীবী অভিযোগ করে বলেছিলেন যে, রাহুল গান্ধী ওনার মনোনয়নে ওনার ইংল্যান্ডে থাকা কোম্পানির নাম উল্লেখ করেননি। যদিও নির্দলীয় প্রার্থীর দাবি নির্বাচন কমিশন খারিজ করে, রাহুল গান্ধীর মনোনয়ন বাতিল করবেনা বলে জানিয়ে দেয়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2UQcUB8

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।