সুখবর: ২৮ টি আন্তর্জাতিক স্যাটেলাইট ছাড়ছে ভারতের ISRO, দেশের জন্য মোটা টাকা অর্জন করছে ইসরো।

ভারতের স্পেস এজেন্সি ইসরো(ISRO) এবার ব্যাপক আয় করতে শুরু করেছে। নতুন ভারতে ISRO অন্য দেশের স্যাটেলাইট ছেড়ে মোটা টাকা অর্জন করছে। এর আগে ISRO একসাথে ১০৪ টি স্যাটেলাইট একসাথে ছেড়েছিল যার মধ্যে বেশিরভাগই বিদেশি ছিল। বিশ্বের দেশগুলি নিজেদের নানা কাজের জন্য মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে। কিন্তু সব দেশের কাছে এত টেকনোলজি বা দক্ষতা থাকে না যে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করতে পারবে। তাই সেই সমস্থ দেশগুলি দক্ষতাসম্পন্ন দেশের সাহায্য নেয়।

আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশগুলি অন্য দেশের স্যাটেলাইট মহাকাশে ছেড়ে দেয় এবং পরিবর্তে মোটা টাকা অর্জন করে। ভারতের ISRO এখন সেই তালিকায় সামিল হয়েছে যারা টাকার পরিবর্তে অন্য দেশের স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে। তবে ISRO খুব কম টাকায় এই পরিষেবা প্রদান করে তাই ভারতের কাছে অধিক পরিমানে অর্ডার আসতে শুরু হয়েছে।

১০৪ টি স্যাটেলাইট ছাড়ার পর এবার ভারত আজ ২৮ টি স্যাটেলাইট শ্রীহারিকোটা থেকে ছাড়বে। ১ এপ্রিল ভারতের ইসরো ২৮ টি বিদেশি স্যাটেলাইট ছাড়বে যার মধ্যে কিছু স্পেন, আমেরিকা ইত্যাদিরও রয়েছে। ভারত এই কাজের জন্য মোটা টাকা অর্জন করবে। এই ব্যবসা খুবই বড় এবং ব্যাপক লাভবান। কারণ বিশ্বে খুব কম এজেন্সি আছে যারা এমন কাজ করে। তার মধ্যে ভারত খুব কম টাকায় পরিষেবা দেয় তাই সবথেকে বেশি অর্ডার ভারতের কাছেই আসছে। মোদী রাজে দেশে স্প্রেস এজেন্সি ISRO মোটা টাকা অর্জন করতে শুরু করেছে যা দেশের জন্য খুবই ভালো খবর।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2WDEPpo

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

corona virus, corona virus,corona, corona news,

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।