নেহেরু পরিবারের জন্য ভারতের অস্থিত, পুরো ভারত নেহেরু পরিবারের কাছে ঋণী: পিসি চাকো, কংগ্রেস নেতা।
কংগ্রেসের বরিষ্ঠ নেতা পিসি চাকো আজ এমন কথা বলে দিয়েছেন যেটাকে আপনারা চাটুকারিতা অন্তিম সীমা বলে ধরে নিতে পারেন। চাকো বলেছেন, ভারত আজ যা কিছু পুরোটাই নেহেরু পরিবারের জন্য, ভারতের অস্থিত নেহেরু পরিবারের জন্য। পুরো ভারত নেহেরু পরিবারের কাছে ঋণী বলে মন্তব্য করেন চাকো। উনি বলেছেন, ভারতের নির্মানের জন্য সবথেকে বেশি যোগদান জওহরলাল নেহেরুর। নেহেরু পরিবার না থাকলে ভারতের কোনো মূল্য থাকতো না।
জানিয়ে ভারতের স্বাধীনতার জন্য ১৯৮৭ থেকে ১৯৪৭ পর্যন্ত ৮ লক্ষ ভারতীয় বলিদান দিয়েছিলেন। এই ৮ লক্ষের মধ্যে কংগ্রেসের একজন চাটুকার নেতা ছিলেন না। ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হলে তারা নিজেদের তৈরি পার্টি অর্থাৎ কংগ্রেসকে ক্ষমতা দিয়ে যেতে চান। পরে ইংরেজ ও কংগ্রেস মিলে দেশের শিক্ষা ব্যাবস্থায় নেহেরু পরিবারকে মহান করার চেষ্টা করে। যদিও ভারতীয়দের মন থেকে কখনো বলিদানি বীরদের স্মৃতি মুছে ফেলা সম্ভব হয়নি।
#WATCH Congress leader PC Chacko says, "PM Modi has negative opinion for the first family of India, the first family of India is truly the first family of India. India is obliged to them… India is India today because of the planning and leadership of Pandit Jawaharlal Nehru…" pic.twitter.com/lOK9ztpcEj
— ANI (@ANI) March 30, 2019
তবে এখনো কংগ্রেসে কিছু এমন ব্যক্তি রয়েছে যারা নেহেরু পরিবারকে দেশের ভাগ্য বিধাতা বলে দেশের অপমান করে। কংগ্রেসের বরিষ্ঠ নেতা পিসি চাকো আজ চাটুকারিতার সমস্থ সীমা অতিক্রম করে দিয়েছেন এবং নেহেরু পরিবারকে দেশের সর্বেসর্বা বলেছেন। দেশ নেহেরু পরিবারের কাছে ঋণী বলে মন্তব্য করেছেন পিসি চাকো।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2V7AYQL
Comments
Post a Comment