ভাইরাল ভিডিওঃ নরেন্দ্র মোদীর কবিতাকে সূর দিলেন লতা মঙ্গেশকর, নিমিষেই ভাইরাল দেশাত্মবোধক এই কবিতা
বিশ্ব বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কবিতা ‘সৌগন্ধ হে মুঝে ইস মিট্টি কা” কে নিজের সূর দিলেন। উনি এই গানের ভিডিও নিজের টুইটারে শেয়ার করেন। ওই ভিডিওতে প্রথমেই লতা মঙ্গেশকরের কিছু কথা ভেসে ওঠে, যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনে ওনার এক কবিতাকে গানের সূর দেওয়ার কথা বলেন। তিনি ওই কবিতার জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ও জানান। উনি সেই কবিতাকে গানের রুপ দিয়ে দেশের জওয়ানদের সমর্পিত করেন।
সেই ভিডিওকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, মনের অন্দর থেকে বেরানো এই গান, আপনার স্নেহ আর আশীর্বাদ আমার জন্য অনুপ্রেরণা।” আপনাদের জানিয়ে রাখি আগামী ৫ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তি পাচ্ছে। ওই সিনেমায় প্রথম গান ‘ সৌগন্ধ হে মুঝে ইস মিট্টি কা” কবিতার উপরেই আধারিত। এই গান বিগত ২৩ মার্চ মুক্তি পেয়েছিল।
56458547_433852000707996_3228836398861647872_n-mp4বালাকোটে ভারতীয় সেনার এয়ারস্ট্রাইকের পর প্রধানমন্ত্রী এই কবিতার লাইন পড়েছিলেন। তিনি তখন রাজস্থানের চুরুতে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছেলেন। উন বলেছিলেন, ‘২০১৪ এর সেই শব্দ গুলোকে মা ভারতীর বীরদের নমন করে আজ আবার পুনরায় বলছি, সৌগন্ধ মুঝে ইস মিট্টি কা, ম্যায় দেশ নেহি মিটনে দুঙ্গা, ম্যায় দেশ নেহি রুকনে দুঙ্গা, মেরা বচন হেয় ভারত মা কো। তেরা শিশ নেহি ঝুকনে দুঙ্গা।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TGl0vC
Comments
Post a Comment