আচমকা বিজেপির কর্মী সভায় শতাধিক কর্মী সমর্থক নিয়ে হাজির হয়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন আদিবাসী নেতা
তৃণমূলে ধস অব্যাহত। চারিদিক থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন নেতা, কর্মীরা। লোকসভা ভোটের আগে তাসের ঘরের মত ভাঙছে তৃণমূল। আরেকদিকে তৃণমূলের সুপ্রিমো দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আর উনি সেই স্বপ্ন সফল করতে আজ অন্ধ্রপ্রদেশে গিয়ে চন্দ্রবাবু নাইডুর সভায় যোগ দিচ্ছেন।
রবিবার অভিনব ভাবে তৃণমূলের ভাঙনের খবর পাওয়া গেলো বাঁকুড়া থেকে। এদিন রাওতোড়া গ্রাম পঞ্চায়েতের ঝিলিমিলিতে বিজেপির আঞ্চলিক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সভা চলাকালীন হঠাৎ একদল তৃণমূল কর্মী এসে উপস্থিত হন। ওই তৃণমূল কর্মীদের নেতৃত্বে ছিলেন রাওতোড়া অঞ্চলের তৃণমূলের প্রথম অঞ্চল সভাপতি তথা দলের বর্ষীয়ান আদিবাসী নেতা চিনিবাস সিং সর্দার।
হঠাৎ করে এত তৃণমূল কর্মী দেখে হকচকিয়ে ওঠে বেজেপির নেতা, কর্মীরা। বিজেপির নেতা কর্মীরা আরও অবাক হন যখন চিনিবার সিং সর্দার বলেন, আমরা আপনাদের সাথে ঝগড়া করতে না, আপনাদের দলে যোগ দিতে এসেছি।
পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী চিনিবার সিং এবং ওনার শতাধিক কর্মী সমর্থকদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করানো হয়। এই অনুষ্ঠানে দলত্যাগি তৃণমূলের নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রানীবাঁধ ব্লক বিজেপির সহ-সভাপতি সন্তোষ পাল,বিজেপির রাওতোড়া অঞ্চল পর্যবেক্ষক ভূপেন সিং সর্দার এবং অঞ্চল সম্পাদক কৃষ্ণেন্দু কর্মকার।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TNMobf
Comments
Post a Comment