দেশের স্বার্থে সরকারী চাকরি ছেড়ে বিজেপির হয়ে প্রচার শুরু করলেন গরীবের ডাক্তার জয়ন্ত রায়
ছোট বেলায় চিকিৎসার অভাবে অনেক মানুষকে মরতে দেখেছিলেন তিনি। ঠিক করেছিলেন বড় হয়ে ডাক্তার হবেন, আর গরীব মানুষদের সেবায় লাগবেন। রাজ্য সরকারের স্বাস্থ দফতরের হয়ে বহুদিন মানুষের সেবা করেছেন তিনি। তৈরি করেছেন অসংখ্য চিকিৎসক। তবে এবার তিনি দেশ সেবার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রফেসরের কাজ ছেড়ে বিজেপির হয়ে লড়াই করতে মাঠে নেমেছেন।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডঃ জয়ন্ত রায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সাথে নিয়ে ল্যাটাগুড়ির রাস্তায় নেমে পরেছেন মানুষের থেকে ভোট চাইতে। এলাকার মানুষ জয়ন্ত রায়, মানুশে ওনাকে গরীবের ডাক্তার বলেই চেনে।
তাই প্রচারের সময় বহু মানুষ ওনার সমর্থনে রাস্তায় নামেন। যারা নামেন নি, তাঁরা দূর থেকেই জয়ন্তকে আশীর্বাদ দেন। একটা ছোট এলাকার মানুষ ভারতের এত বড় যায়গায় পৌঁছে তাঁদের দুঃখের সাথী হবেন সেটাই এখন চাইছে এলাকার বাসিন্দারা। এলাকার সবাই ভুমিপুত্র জয়ন্তকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন তাঁর আগামী লড়াইয়ে জয়ের জন্য।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2YA2hpi
Comments
Post a Comment