শহীদ সৈনিকের বিধবা স্ত্রী ৭৪ বছর পর পেলেন ন্যায়! প্ৰধানমন্ত্রী মোদীর কারণে শেষ বয়সে পেলেন নিজের প্রাপ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন সময়ে শহীদ হওয়া সৈনিক রাম সিং এর বিধবা স্ত্রী ৭৪ বছর পর সমস্ত পেনশেন পেলেন। উনাকে পেনশেন দেওয়ার জন্য জেলা কল্যাণ আধিকারিক প্রায় ১ বছর থেকে প্রয়াস করছে। মোদী সরকার ক্ষমতায় এসে সৈনিকদের বিধবাদের পেনশন দেওয়ার আদেশ দিয়েছিল। সরকারের নির্দেশ মতো এখন বিধবাদের পেনশন দেওয়া শুরু হয়েছে। কংগ্রেস সরকার যে সমস্ত সৈনিকের বিধবাদের অদেখা করেছে সেই সমস্থ মহিলাদের জন্য পেনশেনের ব্যাবস্থা করেছে মোদী সরকার।
পিথারাগড় জেলার বাসিন্দা ১১ জানুয়ারি ১৯৩৬ সালে হায়দ্রাবাদ রেজিমেন্টে ভর্তি হয়েছিলেন। এর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, ১৯৪৪ সালের ২৪ শে জুলাই রাম সিং শহীদ হয়ে যান। উনার পত্নী অনুলী দেবী বিবাহের ২ বছর পর বিধবা হয়ে যান। এই ঘটনার পর বিশেষ পেনশেন পাওয়ার স্বীকৃতি ঘোষণা হয়েছিল কিন্তু কিছু ভুলের জন্য উনি সামান্য পেনশেন পাচ্ছিলেন না। পড়াশোনা না থাকার জন্য উনি নিজের জীবন গ্রামে কাটিয়ে দিয়েছিলেন। উনার বিয়ে বাল্য কালেই হয়েছিল কিন্তু বিধবা হওয়ার পর উনি আরেকটা বিয়ে করার বিষয়ে চিন্তা করেননি।
বালিদানি স্বামীর কথা চিন্তা করেই নিজের গ্রামে সারা জীবন কাটিয়ে দিয়েছেন অনুলী দেবী। পড়াশোনা না থাকার কারণে এবং স্বামী হারানোর কষ্টে উনি পেনশন নিয়ে তেমনকিছু মাথা ঘামাননি। তবে মোদী সরকার ক্ষমতায় আসার পর পেনশন নিয়ে বিশেষ ঘোষণা করে। যারপর অনুলী দেবীর এক আত্মীয় যিনিও সেনার সাথে যুক্ত ছিলেন উনি প্রতিরক্ষা বিভাগের কন্ট্রোলারের সাথে এই বিষয়ে কথা বলেন।
অনেক চিটিপত্র আদানপ্রদান হওয়ার পর ভুল বেরিয়ে আসে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বকেয়া পেনশেন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার দিন খবর পাওয়া যায় যে অনুলী দেবীর পেনশেন বেড়ে গিয়ে দ্বিগুনেরও বেশি হয়ে গিয়েছে। উনার একাউন্টে প্রায় ১ কোটি টাকা এসেছে। জীবনের শেষ পর্যায়ে এসে প্রায় ৯০ বছরের বেশি বয়সে ৭৪ বছর পর ন্যায় পেয়েছেন অনুলী দেবী।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Thkp47
Comments
Post a Comment