ভারতীয় সেনা জওয়ান রঞ্জিত সিং ও এক কাশ্মীরি কন্যার প্রেমকাহিনী…. যা প্রত্যেকের পড়া উচিত..
বলা হয় যে প্রেম ভালোবাসায় সবকিছু নায্য! আজ আমরা আপনাদের রঞ্জিত সিং এর প্রেমের কাহিনী জানাবো যার জন্য উনি নিজের প্রাণ কুরবান করেছিলেন। আপনাদের হয়তো মনে থাকবে যে আতঙ্কবাদী বুরহান বানীর মৃত্যুর পর কাশ্মীরে ৪ মাসের বেশি সময় ধরে প্রতিবাদ, বিদ্রোহ চলেছিল। কিন্তু কিছু বছর আগে কাশ্মীরে আরো একটা বড় প্রতিবাদ, বিদ্রোহ ঘটিত হয়েছিল। সেই প্রতিবাদ বিদ্রোহে এক সেনা জওয়ানের উপর ধর্ষণ ও এক নাগরিককে হত্যার মিথ্যা অভিযোগ উঠানো হয়েছিল। সেই জওয়ানের নাম ছিল রঞ্জিত সিং। মাত্র ১৭ বছর বয়সে ২০০ সালে উনি সেনায় যোগদান করেছিলেন। রঞ্জিত সিং এতটাই বাহাদুর ছিলেন যে ছোট ছোট মিশনে গিয়ে উনি আতঙ্কবাদীদের শেষ করে দিয়ে আসতেন। একবার রঞ্জিত সিং এর দেখা কাশ্মীরের এক কন্যার সাথে হয় এবং প্রথম দেখাতেই দুজনে একে অপরকে মন দিয়ে বসে। কিন্তু প্রেমের বাধা হিসেবে একদিকে ছিল সেনার নিয়ম শৃঙ্খলা এবং অন্যদিকে ছিল জাতি, ধৰ্ম এর বন্ধন। দুজনের দেখা বেশিরভাগ সময় পাবলিক প্লেসে হতো যেটা খুব কম হতো। রি কারণে দু জনের এই প্রেম বেশিরভাগ সময় মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। রঞ্জিত সিং একবার তার প্রেমিকার জন্য আংটিও নিয়ে এসেছিলেন। এই প্রেমে নতুন মোড়