মোদী সরকারের আমলে বিরাট পরিবর্তন! যা জানার পর প্রত্যেক ভারতীয় মোদীকে ভোট দেবে।

আর মাত্র কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে ২০১৯ লোকসভা নির্বাচন। মোদী সরকার আপাতত ৪ বছর সময়কাল সম্পুর্ন করেছে। এর মধ্যে সমস্থ জায়গায় চর্চার বিষয় দাঁড়িয়েছে এটাই যে মোদী সরকার এই ৪ বছরে কতটা কাজ করেছে। আবাস যোজনা থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প, মেক ইন ইন্ডিয়া থেকে বড়ো বড়ো হাই ওয়ে নির্মাণের প্রকল্প ছাড়াও এই ৪ বছরে দেশের সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন দেখা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন সকলের মধ্যেই। ২০১৪ এর আগের সময়কাল ও বর্তমান সময়কালে একজন সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন এসেছে তার রিপোর্ট নীচে-

1) ২০১৪ সালের আগে পর্যন্ত ২.৫ -৫ লক্ষ ইনকামের মধ্যে ১০% ইনকাম ট্যাক্স দিতে হতো যা বর্তমানে ৫% হয়েছে।

2) সেকশন ৮০ এর ছাড়ের সীমা আগে ১ লক্ষ ছিল এখন তা ১.৫ লক্ষ হয়েছে।

3) রেস্টুরেন্টের বিলের উপর আগে ট্যাক্স ১৩-২৮% ছিল যা এখন মাত্র ৫% রয়েছে।

4) CAR LONS  এ আগে সুদের হার ছিল ১০.৯৫% যা এখন হয়েছে ৮.৯%

5) পার্সোনাল লোনের উপর সুদের হার আগে ছিল ১৪.২৫ % যা বর্তমানে হয়েছে ৯.৯৫%

6) মোবাইল ফোনের ইন্টারনেট ডাটা আগে ২৬৯ টাকায় ১ জিবি ছিল, এখন ১ জিবি ডাটার খরচ ১৯ টাকা।

7) মোবাইল ভয়েস ৫১ পয়সা প্রতি মিনিট ছিল যা বর্তমানে ১৭ পয়সা/মিনিট হয়েছে সাথে অন্যান্য কিছু ফ্রী পরিষেবাও পাওয়া যাচ্ছে।

8) দুর্ঘটনা বীমা বা একসিডেন্ট ইন্সুরেন্স প্রিমিয়ামের(প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা) জন্য আগে ৭.৫০ টাকা লাগতো এখন ১ টাকা প্রতিমাস লাগে।

9) লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম বা জীবন বীমার( প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা) জন্য আগে ৮০ টাকা প্রতি মাসে লাগতো যা এখন মাত্র ২৭.৫০  টাকা প্রতি মাসে লাগে।

10) আগে উপভোক্তা মূল্যবৃদ্ধি ৯.৮ শতাংশ(২০১০-১১ থেকে ২০১৩-১৪) ছিল। যা এখন কমে ৪.৭ শতাংশ(২০১৪-১৫ থেকে ২০১৭-১৮)হয়েছে।

11) ২০১৩ এর নভেম্বর মাসে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ছিল ১৬.৬৫ %  যা জুন ২০১৮ তে ১.৭৩%

12) UPA সরকারের আমলে ইন্ডাইরেক্ট ট্যাক্সের সংখ্যা ছিল ১৭ যা বর্তমানে ১ টি মাত্র GST

13) দেশের অর্থব্যবস্থা আগে ফারজাইল ৫ এর মধ্যে ছিল যার জন্য ভারতে নিবেশ কম আসতো এখন ভারত সবথেকে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া অর্থব্যাবস্থা।

14) আগে সচ্ছতার হার ৩৮.৭০ শতাংশ এখন তা হয়েছে ৯২ শতাংশ।

15) বরিষ্ঠ নাগরিকদের জন্য স্বাস্থ্যক্ষেত্রে ট্যাক্সে ছাড় আগে ছিল ১৫ হাজার এখন মোদী আমলে তা ৫০ হাজার।

16) আগে মা হওয়ার সময়কালে মহিলাদের ১২ সপ্তাহ ছুটি দেওয়া হতো এখন ২৬ সপ্তাহ ছুটির সাথে বেতন দেওয়া হয়। সরকারি ক্ষেত্রের সাথে সাথে প্রাইভেট সেক্টরে কাজ করা ১৮ লক্ষ মহিলারা এই সুবিধা পান। এমনকি Maternity leave এর সুবিধা পাওয়ার পরও যদি মহিলা চাই তাহলে বাড়ি থেকে কাজ করার সুবিধা দেওয়া হয়।

17) Drug-eluting Stents এই মূল্য আগে ছিল ১.৯৮ লক্ষ টাকা এখন যা ২৮,৮৪৯ টাকা।

18) Metal Cardiac Stents এর জন্য আগে প্রয়োজন হতো ৭৫,০০০ টাকা এখন তা শুধু ৭৯২৩ টাকা।

19) Cobalt Chromium Knee Implant এর জন্য আগে প্রয়োজন হতো ১ লক্ষ ৫৮ হাজার এখন তা মাত্র ৫৪,৭২০ টাকা।

20) Operational Airports এর সংখ্যা আগে ছিল ৭৫ এখন তা দাঁড়িয়েছে ১০০ তে।

21) গ্রামীন সড়ক নির্মাণের গতি আগে(২০১৩-১৪) ছিল ৬৯ কিমি/ দিন এখন(২০১৭-১৮) ১৩৪ কিমি/ দিন।

22) ইলেক্ট্রিসিটি বিহীন গ্রামের সংখ্যা আগে ছিল ১৮,৪৫২ যা বর্তমানে শুন্য। অর্থাৎ কংগ্রেস এত বছরেও ভারতের প্রত্যেক গ্রামকে বিদ্যুৎ প্রদান করতে পারেনি যা মোদী সরকার করে দেখিয়েছে।

23) জাতীয় সড়ক নির্মাণের গতি আগে ছিল ১২ কিমি/ দিন এখন মোদী আমলে জাতীয় সড়ক নির্মাণের গতি ২৭ কিমি/ দিন।

24) পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র ৭৭ টি যা বর্তমানে বেড়ে হয়েছে ৩০৫ টি।

25)কমন সার্ভিস সেন্টারের সংখ্যা ছিল ৮৩,০০০ যা মোদী আমলে হয়েছে ২.৭ লক্ষ।

26) জাতীয় সড়ক নেটওয়ার্ক বিস্তার আগে ছিল ৯২,৮৫১ কিমি এখন তা 1,20,543 কিমি।

27) আগে দেশের মাত্র ৫৯ টি গ্রাম পঞ্চায়েতে অপটিক্যাল ফাইবার কংনেক্টিভিটি ছিল যা মোদী আমলে হয়েছে ১.১৯ লক্ষ।

28) LED বাল্বের মূল্য ছিল ৩১০ টাকা মোদী আমলে মেক ইন্ডিয়ার জন্য সেই মূল্য কমে দাঁড়িয়েছে ৭০ টাকায়।

জানিয়ে দি মোদী আমলে বহু বড়ো বড়ো প্রকল্পকে বাস্তবায়ন করা হয়েছে যা ভারতের মানুষের জীবন যাত্রার মানকে পাল্টে দিয়েছে। মোদী আমলে ভারত কাঁচা লোহা উৎপাদন হোক , মোবাইল তৈরি হোক, চিনি উৎপাদন হোক বা অটো মোবাইল রপ্তানি হোক, সবদিকেই বিশ্বের তাবড় তাবড় দেশকে পেছনে ফেলে দিয়েছে।



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2QkbWv4

Comments

Popular posts from this blog

বড়ো খবর: মোবাইলে পর্ন ভিডিও দেখা ও শেয়ার করা নিয়ে মোদী সরকারের কড়া পদক্ষেপ।

কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের বাড়ি ও ২১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের।

মহারান প্রতাপ: মহান হিন্দু সম্রাট যিনি আকবরের সেনাপতিকে ঘোড়া সহ দু-টুকরো করেছিলেন।