Posts

Showing posts from October, 2021

দেখা দিচ্ছে আত্মনির্ভরতার প্রভাব, ইসরায়েলকে হারিয়ে এগিয়ে গেল ভারতীয় কোম্পানি

Image
নয়া দিল্লিঃ  বিগত কয়েক বছরে ভারতের (India) প্রতিরক্ষা ক্ষেত্রে (Defence Sector) আনা বদল আর আত্মনির্ভরতার জন্য নেওয়া পদক্ষেপের প্রভাব এখন দেখা যাচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানিগুলো অনেক বিদেশি কোম্পানিকে পিছনে ফেলে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এরকম ভাবেই ভারতী সেনার AK-47 অ্যাসল্ট রাইফেলকে আপগ্রেড করার জন্য সবথেকে কম দরদাতাদের মধ্যে ব্যাঙ্গালুরুর এসএসএস ডিফেন্স কোম্পানি উঠে এসেছে। এই প্রতিরক্ষা কোম্পানি নিজের প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের (Israel) কোম্পানিকে দরে হারিয়ে দিয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে চার বছর আগে স্থাপিত হওয়া এসএসএস ডিফেন্স কোম্পানি সেনার AK-47 অ্যাসল্ট রাইফেলকে আপগ্রেড করার দায়িত্ব পাবে। ব্যাঙ্গালুরুর এসএসএস ডিফেন্স কোম্পানি গুলি, এবং বিস্ফোটক পদার্থও তৈরি করে। এই কোম্পানি ভারতীয় সেনার জন্য কালাশনিকভ রাইফেল আপগ্রেড করেছিল। কর্মকর্তারা বলেন, এই ভারতীয় সংস্থাটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সেনাবাহিনীর জন্য 24টি AK-47 রাইফেল আপগ্রেড করবে। যদি এই আপডেটটি সঠিকভাবে করা হয়, তাহলে কোম্পানি আরও বড় অর্ডার পেতে পারে। কর্মকর্তাদের মতে, AK-47 ভারতীয় সেনার জন্য সবথেকে গুরুত্ব

প্রধানমন্ত্রী মোদীকে মেহবুবা মুফতি লিখলেন এমন চিঠি! দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল দেশবাসী

ভারতে বসবাস করলেও পাকিস্তানের জয়গান করা যাবে কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া যাবে না। অদ্ভুত এই দাবি করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, যেসব পড়ুয়া পাকিস্তানের জয়ে আনন্দিত হয়েছে এবং শাস্তি পেয়েছে তাদের ভবিষ্যতে যেন ক্ষতি না হয়। নেহাবা মুক্তি বলেছেন দেশদ্রোহী মামলায় গ্রেফতার হওয়া ছাত্রদের শীঘ্রই মুক্তি দিতে হবে। গত রবিবার ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ চলাকালীন পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করার বহু ঘটনা প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। পাক দলকে সমর্থন করার অভিযোগ তুলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে কাশ্মীরি মেডিক্যাল কিছু পড়ুয়াদের বিরুদ্ধে। এক‌‌ইরকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেও। আগ্রার মেডিক্যাল কলেজের তিন কাশ্মীরি পড়ুয়ার বিরুদ্ধে পাকিস্তানের জয়গান গাওয়ার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশের জন্য, লখনউ, আগ্রা, বরেলি, সীতাপুরের মোট সাতজন পড়ুয়ার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ৩ জন রয়েছে কাশ্মীরি এমবিবিএস পড়ুয়া। কাশ

পোপের সঙ্গে বৈঠকে প্যান্টেই প্রসাব করেছেন বাইডেন, চরম বিদ্রূপের শিকার মার্কিন প্রেসিডেন্ট

Image
নয়া দিল্লিঃ  জো বাইডেনের (Joe Biden) রোম (Rome) সফর নিয়ে গুজব ছড়িয়েছে যে, আমেরিকার প্রেসিডেন্ট (President Of United State) যখন পোপ ফ্রান্সিসের (Pope Francis) সঙ্গে বৈঠক করছিলেন, তখন তিনি ‘বাথরুম অ্যাক্সিডেন্ট”-এর শিকার হন। নেভাডা রিপাবলিকান পার্টির প্রাক্তন সভাপতি এমি টার্কানিয়ান এই দাবি করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায়  #PoopyPantsBiden ট্রেন্ড হতে থাকে। টার্কানিয়ান বলেন, ‘আমি জানি আমরা এই বিষয়ে সবসময় মজা করি, কিন্তু এবার সত্যি করে এমন ঘটনা রোমে ঘটে গিয়েছে।” দ্য স্পেক্টেটর-র এর অ্যাসোসিয়েট এডিটর ডেমিয়ন থম্পসন বলেন, উনি এই কথা বিশ্বস্ত সূত্রের মারফত জানতে পেরেছেন। এরপর ট্যুইটারে #PoopyPantsBiden ট্রেন্ড করা শুরু করে দেয়। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়িয়ে পড়ার পর আমেরিকান রাষ্ট্রপতিকে তীব্র সমালোচনার শিকার হতে হয়। ওনার শারীরিক সমস্যা নিয়েও অনেক প্রশ্ন ওঠা শুরু করেছে। তবে এটা প্রমাণিত হয় নি যে, জো বাইডেন আদৌ এই কাজ করেছেন কী না। তবে অনেক ট্যুইটার ইউজারই নিছকই মজার ছলে এবং বাইডেনকে হেনস্থা করার জন্য ট্যুইটারে এমন হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে চলেছে। উল্লেখ্য, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়া

১ লক্ষ টাকা গ্যারান্টি আয়, মহিলাদের শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের

Image
নয়া দিল্লিঃ  করোনা কালে অর্থনৈতিক ধ্বস এবং লকডাউন জীবন ও জীবিকার ভয়ানক ক্ষতি করেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামাঞ্চলে, মহিলাদের আয়ও এই সময় অনেক কমে গিয়েছে। এবার মহিলাদের আয় বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের মোদি সরকার জানিয়েছে, ইতিমধ্যেই জীবিকা মিশনের অধীনে ৭ কোটি ৭০ লক্ষ মহিলাকে ৭০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বার্ষিক ৮০ হাজার কোটি টাকার প্রাথমিক মূলধনও দেওয়া হচ্ছে। কিন্তু মহিলাদের অন্তত বার্ষিক এক লক্ষ টাকা আয় সুনিশ্চিত করা প্রয়োজন উন্নত জীবন যাত্রার জন্য। আর সেই কারণেই স্বনির্ভর গোষ্ঠী গুলির মাধ্যমে প্রায় আড়াই কোটি মহিলাকে কাজের সুযোগ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারগুলির সাথে আলোচনা করা হয়েছে। তাদের জানানো হয়েছে, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পারিবারিক স্তরে জীবিকা কার্যক্রমে বৈচিত্র্য আনার উপর জোর দিতে হবে। সারাদেশে স্বনির্ভর গোষ্ঠীগুলির বিভিন্ন মডেলের মাধ্যমে কাজের বৈচিত্র বাড়ানোর দিকে লক্ষ্য দেবে রাজ্য সরকার

শাহরুখ খানের ছেলে বলেই আরিয়ানকে ছেড়ে দেওয়া উচিৎ নয়, মাদক কাণ্ডে বড় বয়ান শত্রুঘ্ন সিনহার

Image
নয়া দিল্লিঃ  শাহরুখ খানের (Shah Rukh Khan) সুপুত্র আরিয়ান খানের (Aryan Khan) ঘর ওয়াপসি হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে আরও একবার ড্রাগসের আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে। একদিকে এই মামলায় শাহরুখ খান আর আরিয়ানকে বলিউডের অনেক তারকাই সমর্থন করছেন, অন্যদিকে আবার অনেক তারকাই এই বিষয়ে কড়া প্রতিক্রিয়াও দিচ্ছেন। আরিয়ান ধরা পড়ার পরেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হল তাহলে সব স্টার কিডসই কী ড্রাগসের সেবন করে? এই বিষয়ে কথা বলতে গিয়ে বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) বলেন, আমি খুব সৌভাগ্যবান যে, আমার তিন সন্তান লব-কুশ আর সোনাক্ষী ড্রাগস নেয় না। একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা ড্রাগস মামলায় নিজের মন্তব্য পেশ করেন। তিনি NCB কীভাবে আরিয়ানকে গ্রেফতার করেছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন। উনি বলেন, কিছু ইস্যু থেকে নজর ঘোরাতেই শাহরুখ খানের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। শত্রুঘ্ন সিনহা বলিউড তারকাদের নিজের সন্তানদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার প্রশ্নে বলেন, ‘চ্যালেঞ্জ আসুক আর না আসুক এটা করা উচিৎ সবার। আমি আগে থেকেই অ্যান্টি টোব্যাকো অভিযান চালাচ্ছি। আমি সবসময় বলি এসব জিনিস ন

পাকিস্তানে সংকটে হিন্দুরা, মন্দিরে হামলা করে ভাঙচুর লুটপাট চালাল উপদ্রবিরা

Image
নয়া দিল্লিঃ  এমাসেই ভারতের (India) প্রতিবেশী দেশ বাংলাদেশে (bangladesh) ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। গুজব ছড়ানোকে কেন্দ্র করে একের পর এক দুর্গা মণ্ডপে চলেছে তাণ্ডব। পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ঘরবাড়িও। আর এবার পাকিস্তান (Pakistan) থেকেও ঠিক এমনও ঘটনা সামনে এল। পাকিস্তানে জন্মাষ্টমীর দিনে সিন্ধ প্রান্তের সঙ্ঘার জেলার শ্রীকৃষ্ণ মন্দিরে হওয়া হামলার পর এবার কোটরি কসবায় পুরনো শিব মন্দিরে হামলা হল। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা দেবী-দেবতার গলা থাকায় বহুমূল্য গহনা আর মন্দিরের দানপেটি থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালায়। তালা ভেঙে তাঁরা মন্দিরে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে ছাপা খবর অনুযায়ী, পাকিস্তানের সিন্ধ প্রান্তের কোটরিতে একটি শিব মন্দিরে তালা ভেঙে ঢুকে মূর্তি ভাঙচুর করা হয়। এমনকি উপদ্রবিরা মূর্তি গলায় থাকা অলঙ্কার ও দানপেটি থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালায়। মন্দির প্রশাসনের অভিযোগের পর পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদিও, পুলিশ এই ঘটনাকে শুধুমাত্র চুরি করার মামলা আখ্যা দিয়ে মন্দিরের পবিত্রতা ভঙ্গের অভিযোগকে খারিজ করে দিয়েছে। এরপর সিন্ধের সংখ

রিপাবলিক টিভির দরুন ঘুম উড়ছে দেশবিরোধীদের, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দায়ের করল মানহানি মামলা

ইসলামি সংগঠন পিএফআই আসামের দারাং-এর ঘটনাটি কভারেজের জন্য রিপাবলিক টিভির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে। আদালত অর্ণব গোস্বামীকে ডাক পাঠিয়েছে।বৃহস্পতিবার (২৮ অক্টোবর), ইসলামিস্ট গ্রুপ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) অর্ণব গোস্বামী এবং সহযোগী সম্পাদক অনন্যা ভার্মার পিএফআই এই দুজনের বিরুদ্ধে ‘মিথ্যা রিপোর্টিং’ এবং ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলেছে। এটি নিউজ ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন (এনবিএসএ) কে এই বিষয়ে জানানো হয়েছে। রিপাবলিক টিভি PFI-এর সম্পর্কে মানহানিকর কিছু রিপোর্ট করায় রিপাবলিক টিভির বিরুদ্ধে এক লাখ টাকা ক্ষতিপূরণসহ একটি ‘বাধ্যতামূলক নিষেধাজ্ঞা’ দাবি করা হয়েছে।অতিরিক্ত সিভিল জজ শীতল চৌধুরী প্রধান অর্ণব গোস্বামীকে ডাক পাঠিয়েছেন। মামলার বিষয়টি আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। মানহানির মামলাটি আসামের দারাং ঘটনার কভারেজ সম্পর্কিত। পিএফআই অভিযোগ করেছে, রিপাবলিক টিভি পিএফ‌আইয়ের দুজন নেতা গ্রেফতার হিংসাত্মক অপকর্মের জন্য এই জাতীয় তথ্য টেলিকাস্ট করেছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দাবি করেছে, যে দারাং মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি, মোঃ আস

চব্বিশের নির্বাচনের আগে দেশের প্রতিটি কোনায় পৌঁছে যাবে RSS, নয়া পরিকল্পনা সংঘের

ব্যাঙ্গালুরুঃ  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে শনিবার বলেন, RSS নিজেদের গতিবিধি বিস্তারের জন্য আগামী তিন বছরে দেশের প্রতিটি ব্লকে পৌঁছে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। কর্ণাটকের ধারবারে চলা অখিল ভারতীয় কার্যকারী মণ্ডল বৈঠক সম্পন্ন হওয়ার পর হোসবোলে বলেন, ‘আমরা আমাদের গতিবিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪-র মধ্যে আমরা দেশের সমস্ত ব্লকে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য, ২০২৪ সালে দেশে লোকসভার নির্বাচন হতে চলেছে, আর তাঁর আগেই আর.এস.এস নিজেদের শক্তি আরও বৃদ্ধি করার দিকে জোর দিচ্ছে। সংঘ তাদের কাছেও আবেদন করেছে যারা সারা দেশে তাঁদের ভিত্তি প্রসারিত করতে স্বেচ্ছাসেবক হতে চায় এবং ২০২৫ সালের মধ্যে সমস্ত উন্নয়ন ব্লকে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে চায়। ২০২৫ সালে সংঘ তার শতবর্ষ উদযাপন করবে। আরএসএসের কর্মকতা বলেছেন যে মিজোরাম, নাগাল্যান্ড, কাশ্মীর এবং লাক্ষাদ্বীপে কোনও সংঘের কার্যক্রম নেই। তিনি বলেন যে, কাশ্মীরে সংঘের শাখাগুলি চালানো হচ্ছিল, তবে সেখান থেকে হিন্দুদের নির্বাসনের পরে কার্যক্রম প্রভাবিত হয়েছে। হোসবোলে বলেন, এই রাজ্যগুলিতে পৌঁছানোর পর সেখানে প্রচারকদের মাধ্যমে

পাকিস্তানের জিডিপির থেকেও বেশি ইলন মাস্কের সম্পত্তি, পরিমাণ শুনলে মাথায় বাজ পড়বে

Image
নয়া দিল্লিঃ বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তথা আমেরিকান ইলেকট্রিক গাড়ি কোম্পানি Tesla-র CEO ইলন মাস্কের (Elon Musk) সম্পত্তির পরিমাণ দিনে দ্বিগুণ, রাতে চার গুণ বৃদ্ধি পাচ্ছে। ইলন মাস্কের কাছে পাকিস্তানের (Pakistan) GDP-র থেকেও বেশি সম্পত্তি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাস্কের নেট ওয়ার্থ ৩০০ বিলিয়ন ডলারের আশেপাশে। আর উনি খুব শীঘ্রই ৩০০ বিলিয়ন ডলারের সম্পত্তি করা পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি হয়ে উঠবেন। বর্তমানে ওনার মোট সম্পত্তি ২৯২ বিলিয়ন ডলার। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে পাকিস্তানের জিডিপির বর্তমান বাজর দর ২৮০ বিলিয়ন ডলার। ২৫ অক্টোবর মাস্কের সম্পত্তি ৩৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। মাস্কের সম্পত্তিতে এত বেড়ে যাওয়ার প্রধান কারণ হল, আমেরিকার গাড়ি কোম্পানি হার্টজ গ্লোবাল হোল্ডিং (Hertz Global Holdings Inc) টেসলাকে ১ লক্ষ গাড়ির অর্ডার দেওয়া। ব্লুমবার্গে বিশ্বের সবথেকে ধনীদের নিয়ে করা পরিসংখ্যান অনুযায়ী, সোমবার টেসলার শেয়ার ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাস্ক এখন অ্যামাজনের CEO জেফ বেজসের তুলনায় ১০০ বিলিয়ন ডলারের ধনী। মাস্ক এখন ব্লুমবার্গের কোটিপতি ইনডেক্সে প্রথম স্থানে রয়েছেন। মাস্কের সম্

আরিয়ানকে দেখতে গিয়েও চুরিচামারি, মোবাইল খোয়ালেন অজস্র শাহরুখ ভক্ত

মুম্বাইঃ  এমাসের ২ তারিখে NCB-র হাতে মুম্বাইয়ের প্রমোদতরীতে পার্টি করার সময় মাদক কাণ্ডে গ্রেফতার হন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তারপর থেকেই তাঁর স্থায়ী ঠিকানা মন্নত থেকে বদলে যায় আর্থার রোড জেল। দীর্ঘ ২৭ দিন তাঁকে কড়া পাহারার মধ্যে জেলেই কাটাতে হয়। জেলে তআরিয়ানের নামও পরিবর্তন হয়ে যায়। জখন থেকে ছেলে জেলে গিয়েছে, তখন থেকেই নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলেন শাহরুখ খান ও গৌরী খান। তবে এখন শাপ মুক্তি হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে বৃহস্পতিবার আরিয়ানের জামিন হয়। তবে জামিন হলেও তাঁকে সেদিন জেলেই কাটাতে হয়। শুক্রবারও আরিয়ানকে মুক্ত করে না জেল কর্তৃপক্ষ। অবশেষে শনিবার সকাল ১০টা নাগাদ সমস্ত নিয়ম পালন করে এবং সমস্ত কাগজপত্র ঠিক করে জেল থেকে ছাড়া পান বাদশা খানের ছেলে। এদিন বাদশা পুত্রকে জেলে থেকে বের হওয়ার সময় এক ঝলক দেখার জন্য আর্থার রোড কারাগারের সামনে জমেছিল অজস্র মানুষের ভিড়। আর সেই ভিড়ে ঘটে যায় আজব কাণ্ড। শাহরুখ পুত্রকে মুক্ত হতে দেখতে গিয়ে কমপক্ষে ১০ জন তাঁর মোবাইল ফোন হারিয়ে ফেলেন। আসলে, হারিয়ে ফেলা বললে ঠিক হবে না। তাঁদের ফোন আর্থার রোড জেলের সামনে থেকে চুরি যায়। এই ঘ

২০ মিনিটের জায়গায় ১ ঘণ্টার বৈঠক, PM মোদীকে বুকে জড়িয়ে স্বাগত জানালেন খোদ পোপ

নয়া দিল্লিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজের ইতালি সফরে শনিবার ভ্যাটিকান সিটিতে (Vatican City) পৌঁছেছে। সেখানে তিনি পোপ ফ্রান্সিস-র (Pope Francis) সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ওনার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আর পোপ ফ্রান্সিসের এটাই প্রথম সাক্ষাৎ ছিল। দুজনের মধ্যে সাক্ষাতের জন্য ২০ মিনিট নির্ধারণ হয়েছিল, কিন্তু বৈঠক ১ ঘণ্টা পর্যন্ত চলে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পোপ বিশ্ব থেকে দারিদ্রতা দূরীকরণ, জলবায়ু পরিবর্তন আর শান্তি বহাল রাখা এবং মানুষের সুখকর জীবন নিয়ে চর্চা করেন। Prime Minister Narendra Modi met Pope Francis at the Vatican today "Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India," says PM. pic.twitter.com/CBiopLlFEV — ANI (@ANI) October 30, 2021 https://platform.twitter.com/widgets.js বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসকে (P

এখানে রাখা যাবে না রোহিঙ্গাদের, পাঠাতে হবে ফেরত! সুপ্রিম কোর্টে জানিয়ে দিল বিজেপির সরকার

নয়া দিল্লিঃ  রোহিঙ্গাদের বিষয়ে বিজেপির নেতৃত্বাধীন কর্ণাটক সরকার নিজেদের পুরনো বয়ান থেকে পালটি মেরেছে। সরকার সুপ্রিম কোর্টে একটি সংশোধিত হলফনাম দায়ের করেছে। এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে, ব্যাঙ্গালুরুতে থাকা রোহিঙ্গাদের নির্বাসিত করার কোনও পরিকল্পনা নেই তাঁদের। কর্ণাটকের স্বরাষ্ট্র বিভাগের তরফ থেকে দায়ের করা সাম্প্রতিক হলফনামায় বলা হয়েছে যে, তাঁরা কর্ণাটকে ১২৬ রোহিঙ্গাদের চিহ্নিত করেছে। ওই ১২৬ রোহিঙ্গাদের কর্ণাটক পুলিশ বা সরকার কোন শরণার্থী শিবিরে রাখেনি। এই বিষয়ে ২০১৭ সাল সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল যে, অবৈধ ভাবে ভারতে বসবাস করা রোহিঙ্গাদের এক বছরের মধ্যে ভারত থেকে তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। পিটিশনে বলা হয়েছিল যে, দেশে রোহিঙ্গাদের বসবাস নিরাপত্তার দিক থেকে গভীর চিন্তার বিষয়। উল্লেখ্য, কেন্দ্র সরকার নাগরিক সংশোধন বিল পাশ করিয়ে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে শরণ নেওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও বাকি ধার্মিক সংখ্যালঘুদের বসবাস করার নাগরিকত্ব প্রদানের কথা বলেছিল। তবে সেই বিল পাশ হলেও, এখনও গোটা দেশে লাগু হয়ন

নতুন ব্যবস্যা চীনের, উইঘুর মুসলিমদের লিভার-কিডনি বিক্রি করে কামাচ্ছে কোটি কোটি টাকা

নয়া দিল্লিঃ  চীনে (China) উইঘুর মুসলিমদের (Uyghurs) উপর অত্যাচারের এক ভয়াবহ খবর সামনে এসেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চীন উইঘুর মুসলিমদের দেশের অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। সংবাদ সংস্থা ‘হেরাল্ড সান”-র একটি রিপোর্ট অনুযায়ী, প্রায় দেড় লক্ষ উইঘুর মুসলিমদের জোর জবরদস্তি কয়েদ করে রেখেছে চীন। আর বন্দি অবস্থায় থাকা উইঘুর মুসলিমদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ কিডনি, লিভার বের করে নিয়ে কালোবাজারি করছে তাঁরা। China Makes Billions of Dollars From Uyghurs' Black Market Organ Trade: Reporthttps://t.co/SsDNus8ZnV #China #Uyghurs #BlackMarket #BlackMarketOrganTrade #OrganTrade — LatestLY (@latestly) October 29, 2021 https://platform.twitter.com/widgets.js অস্ট্রেলিয়ার মেলবোর্নের মর্নিং ট্যাবলয়েড রিপোর্টে বলা হয়েছে যে, চীন কীভাবে উইঘুর মুসলিমদের লিভার বিক্রি করে ১ কোটি ২০ লক্ষ টাকা পাচ্ছে আর তাঁর এই করেই বার্ষিক ৭৫ বিলিয়ন ডলারের আশেপাশে কামাই করছে। উল্লেখ্য, এটাই প্রথমবার না যে চীনে ডিটেনশন সেন্টার থেকে মানব অঙ্গের কালোবাজারি করার খবর প্রকাশ্যে এস

চীনকে জোর ঝটকা দিল ভারত, দীপাবলিতে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি ড্রাগনের

Image
নয়া দিল্লিঃ  দীপাবলির আগে ভারতীয়রা (Indians) চীনকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। দীপাবলির আগেই চীন (China) ভারতের (India) তরফ থেকে বড় ঝটকা খায় আর প্রায় ৫০ হাজার কোটি (Crore) টাকার ক্ষতির সম্মুখীন হয় ড্রাগন। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) জানিয়েছে যে, চীনের সামগ্রী বহিষ্কার করার আহ্বানের যেরে এই উৎসবের মরশুমে বেজিংকে ৫০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আর স্বদেশী সামগ্রীর চাহিদা বেড়েছে। CAIT জানিয়েছে, উৎসবের মরশুমে দেশজুড়ে বাজারে গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর সেই কারণে ব্যবসায়ীদের মনেও খুশির হাওয়া বয়ে চলেছে। দীপাবলিতে কেনাকাটার দরুন দেশের অর্থনীতিতেও বড়সড় প্রভাব পড়বে। CAIT জানায়, গত বছরের মতো এবছরেও আমরা চীনের সামগ্রী বহিষ্কার করার আহ্বান করেছিলাম। এরফলে দেশজুড়ে ব্যবসায়ীরা চীনে সামগ্রী রাখা বন্ধ করে দেয় যার কারণে এই দীপাবলিতে চীন প্রায় ৫০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে চলেছে। এছাড়াও ভারতীয়রাও এখন চীনের সামগ্রী কিনতে চাইছে না, এই কারণে ভারতীয় সামগ্রীর চাহিদাও বেড়েছে। CAIT-র সর্বভারতীয় সভাপতি বি.সি ভরতিয়া বলেন, CAIT-র রিসার্চ শাখা দ্বারা দেশের কয়েকটি রাজ্যের ২০টি

‘No Ram’ থেকে ‘জয় শ্রী রাম ‘, দিল্লিতে রাম মন্দির তৈরি করছেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘দিল্লি কি দিওয়ালি’ উদযাপনের অংশ হিসাবে নিউ দিল্লির থ্যাগরাজ স্টেডিয়াম কমপ্লেক্সে নির্মাণাধীন অযোধ্যা রাম মন্দিরের একটি প্রতিরূপ তৈরি করছে। মন্দিরের প্রতিরূপটি 30-ফুট-উচ্চ এবং 80-ফুট চওড়া হবে। এটি সেই মঞ্চের একটি অংশ যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৪ নভেম্বর দিওয়ালি উপলক্ষে পূজাপাঠ করবেন।উপমুখ্যমন্ত্রীর (মণীশ সিসোদিয়া) অফিসের নির্দেশ অনুসারে নির্মাণ কাজ করা হচ্ছে বলে সূত্রের খবর। এ বিষয়ে একজন কর্মী বলেছেন, “রামমন্দির ওই মঞ্চের অংশ হবে। এটি একটি ধাতব ফ্রেমের ওপর নির্মিত হবে এবং এর উপর পাতলা পাতলা কাঠ থাকবে। মন্দিরের বাইরের অংশ থার্মোকল দিয়ে তৈরি করা হবে।”বৃহস্পতিবার রেপ্লিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং রবিবারের মধ্যে শেষ করা হবে বলে জানানো হয়েছে। কেজরিওয়াল এবং তার অনেক মন্ত্রী রাম মন্দির নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন এবং হিন্দু সম্প্রদায়কে এই নির্মাণের নিন্দাও করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়দানের পর এবং অপ্রতিরোধ্য জনমত মন্দির নির্মাণের পক্ষে যাওয়ায় কেজরিওয়াল দ্রুত ইউ-টার্ন নিয়েছেন। কেজরিওয়াল যিনি একসময়

নিমিষেই ধ্বংস হয়ে যাবে শত্রু সেনা, Agni-V এর পর এবার স্বদেশী SAAW-র সফল পরীক্ষণ করল ভারত

Image
পোখরানঃ  ভারত (India) ২৮ অক্টোবর রাজস্থানের (Rajasthan) পোখরান (Pokhran) রেঞ্জ থেকে স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড হাতিয়ারের (SAAW) সফল পরীক্ষণ করল। জানা গিয়েছে যে, আগামী দিনে সটিক লক্ষ্য ভেদ করা এই স্বদেশী হাতিয়ারের আরও পরীক্ষণ করা হতে পারে। এটি এই হাতিয়ারের দশম পরীক্ষণ ছিল। ২০১৩ সালে SAAW প্রোজেক্টকে মঞ্জুরি দিয়েছিল ভারত সরকার। SAAW ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দ্বারা তৈরি দীর্ঘ দূরত্বের নির্ভুল-নির্দেশিত অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র। SAAW-র রেঞ্জ ১০০ কিমি পর্যন্ত যেকোনো লক্ষ্যবস্তুকে নির্ভুল ভাবে ভেদ করতে সক্ষম। সেপ্টেম্বর ২০২০ সালে SAAW-কে নৌসেনা আর বায়ুসেনার জন্য ভারত সরকার কেনার মঞ্জুরি দিয়েছিল। ২০১৬ সালে এই হাতিয়ারের প্রথম সফল পরীক্ষণ হয়। আর এরপর ২০১৭ সালের নভেম্বর মাসে এর দ্বিতীয় সফল পরীক্ষণ হয় এরপর একই বছরের ডিসেম্বর মাসে এর আরেকটি পরীক্ষণ হয়। ১৬ আর ১৮ আগস্ট ২০১৮ সালের এর তৃতীয় পরীক্ষণ করা হয়। জানুয়ারি ২০২১-এ SAAW-র নবম সফল পরীক্ষণ করা হয়েছিল। বলে দিই, দু’দিন আগে ২৭ অক্টোবর ভারত দেশের সৈন্য শক্তি বাড়াতে অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষণ করেছিল। অগ্নি-৫ পাঁচ হাজার

‘মোদী মোদী” ধ্বনিতে কাঁপল রোম, সংস্কৃত শ্লোক পড়ে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে

নয়া দিল্লিঃ ‘মোদী মোদী’ হর্ষধ্বনিতে কেঁপে ওঠে রোমের (rome) আকাশ, ধ্বনিত হল সংস্কৃত শ্লোকও। মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে গিয়ে, ইটালির জনতার থেকে আবেগঘন ভালোবাসা পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। বর্তমান সময়ে দু’দিনের ইটালি সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই রোমে পা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিগত ১২ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী গেলেন রোম সফরে। তবে এই রেকর্ড ভেঙে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতে সেখানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী মোদী। আর সেখানে গিয়ে সেখানকার মানুষদের থেকে অফুরান ভালোবাসাও পেলেন তিনি। #WATCH Sanskrit chants, slogans of 'Modi, Modi' reverberate at Piazza Gandhi in Rome as Prime Minister Narendra Modi interacts with people gathered there The PM is in Rome to participate in the G20 Summit. pic.twitter.com/G13ptYOAjB — ANI (@ANI) October 29, 2021 https://platform.twitter.com/widgets.js নির্ধারিত কর্মসূচীর মধ্যে সেখানে গিয়ে রোমের ‘পিয়াজা গান্ধী’তে জাতির জনক মহাত্মা গান্ধ

গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানে, ইসলামাবাদ ঘেরাও জঙ্গি সমর্থকদের, পুলিশের সঙ্গে চলছে সংঘর্ষ

Image
নয়া দিল্লিঃ  পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রান্তে কট্টরপন্থী ইসলামিক সংগঠন তেহরিক-ই-লব্যাক পাকিস্তান (TLP)-র সমর্থক আর পুলিশের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ চলছে। TLP আর ইমরান (Imran Khan) সরকারের মধ্যে বৈঠকে কোনও সমাধান সূত্র না বের হওয়ার পর এই হিংসা আরও বড় আকার ধারণ করে। TLP নিজেদের প্রধান সাদ রিজভির মুক্তি আর ফ্রান্সের রাজদূতদের দেশ থেকে বের করার দাবিতে অনড় রয়েছে। TLP নিজেদের দাবি পূরণের জন্য রবিবার সরকারকে দু’দিনের সময় দিয়েছিল। পাশাপাশি তাঁরা এও হুঁশিয়ারি দেয় যে, তাঁদের দাবি না মেনে নেওয়া হলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ঘেরাও করা হবে। এরপর বুধবার TLP ইসলামাবাদের দিকে কুচ করে, আর এরপর বহু জায়গায় TLP সমর্থন এবং পুলিশের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বৃহস্পতিবার বলেছিলেন, সরকার TLP-র সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। উনি এও বলেছিলেন যে, TLP-র প্রধান সাদ রিজভির সঙ্গে ফোনে কথা হয়েছিল, কিন্তু সমস্যার সমাধান হয়নি। উনি বলেন, ‘TLP-র সঙ্গে আমাদের যেই চুক্তি হয়েছিল, আমরা তাতে কায়েম রয়েছি। কিন্তু TLP আমাদের কথা শুনছে না আর চুক্তিমত কাজও করছে না।” সরকার জানিয়েছে যে

বিবাহিতদের জন্য সুবর্ণ সুযোগ, মাসিক ১০ হাজার টাকা করে পেনশন দিচ্ছে এই স্কিম

Image
নয়া দিল্লিঃ অবসরের পর পেনশন সকলের কাছেই বড় সম্বল। কিন্তু এর জন্য কোথায় টাকা বিনিয়োগ করা সঠিক হবে সেটাই হলো সবথেকে বড় প্রশ্ন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি দুরন্ত স্কিম রয়েছে। প্রবীণ ব্যক্তিদের জন্য APY বা অটল পেনশন যোজনা শুরু করা হয়েছিল ২০১৫ সালে। প্রথমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে এই যোজনা শুরু করা হলেও এখন তা সকলের জন্যই উপলব্ধ। এক্ষেত্রে আপনি মাসিক ১০০০,২০০০,৩০০০,৪০০০ অথবা ৫০০০ টাকা অবধি পেনশন লাভ করতে পারেন। এক্ষেত্রে আলাদা আলাদা স্বামী-স্ত্রী অ্যাকাউন্ট খুললে মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন তারা। মূলত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কথা মাথায় রেখে এই যোজনা চালু করা হয়েছে বলে এর প্রিমিয়ামও অত্যন্ত কম। জানিয়ে রাখি ১৮ থেকে ৪০ বছর বয়স অবধি যেকোনো পুরুষ অথবা মহিলা অটল পেনশন যোজনায় নিজের খাতা খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবেঃ ★ব্যাংক বা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থাকলে সরাসরি এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন আপনি। না হলে আপনাকে নতুন করে খাতা খুলতে হবে। ★১৮ বছর বয়স থেকে কেউ যদি অটল পেনশন যোজনার অন্তর্ভুক্ত হন, তাহলে ৪০ বছর বয়

‘রাম রাজত্বে অসুরক্ষিত ছিল মহিলারা, অপমানে আত্মহত্যা করেছিল সীতা” বিতর্কিত বয়ান কুণাল ঘোষের

আগরতলাঃ  পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) বিপ্লব দেবের (Biplab Deb) ঘাঁটি ত্রিপুরাকে (Tripura) পাখির চোখ করে রেখেছে। প্রায় দিনই তৃণমূলের বড়বড় নেতা, মন্ত্রী ও সাংসদরা ত্রিপুরায় গিয়ে বিজেপির দুর্নাম করছেন ও তৃণমূলের সংগঠন মজবুত করার কাজ করে চলেছেন। ত্রিপুরায় এবার তৃণমূলের নেতা ঋতব্রত, কুণাল ঘোষ (Kunal Ghosh) ও দোলা সেনদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এবছরই ত্রিপুরায় পুরোভোট হতে চলেছে, আর সেই ভোটে লড়াই করার প্রস্তুতিও নিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এখন বেশীরভাগ সময়ই ত্রিপুরায় ঘাসফুলের সংগঠন মজবুত করার কাজে লেগে রয়েছেন। আর তাঁর কারণে ওনাকে বিপ্লবের রাজ্যে বেশীরভাগ সময়ই থাকতে হচ্ছে। তবে ইতিমধ্যে কুণাল ঘোষকে নিয়ে একটি তুমুল বিতর্ক ছড়িয়েছে। ওনার বিরুদ্ধে ভগবান রাম ও সীতাদেবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলেছে বিজেপি। পাশাপাশি কুণাল ঘোষের বিরুদ্ধে ধর্মঅবমাননারও অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। উল্লেখ্য, কুণাল ঘোষ ত্রিপুরায় তৃণমূলের একটি সভাতে বক্তব্য রাখার সময় ভগবান রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বল

নিউজিল্যান্ডের রাতের ঘুম কাড়ছে কোহলির ভাইরাল ভিডিও, রবিবার আগুন ঝড়াবে ভারতীয় অধিনায়ক

নয়া দিল্লিঃ  টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ১০ উইকেটে বড় পরাজয় হয়েছিল ভারতের (India)। এবার পরিবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে। আর দ্বিতীয় এই ম্যাচে ভারতকে জিততেই হবে। প্রতিবারের মতো এবারও সবার আসছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) উপরেই রয়েছে। আর এই বড় ম্যাচের আগে কোহলিও নিজের ছন্দে রয়েছেন। ICC নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বৃহস্পতিবার বিরাট কোহলির একটি ভিডিও (Video) পোস্ট করেছে। ভিডিওতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট কোহলিকে নেটে ঘাম ঝড়াতে দেখা যাচ্ছে। ভিডিওতে কোহলিকে ব্যাট থেকে আগুন ঝড়াতে দেখা যাচ্ছে ও তাঁকে বড়বড় শট’স খেলতেও দেখা যাচ্ছে। বড় ম্যাচের আগে এটা টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।   View this post on Instagram   A post shared by ICC (@icc) //https://ift.tt/2C16RQX কোহলি যেই সময় নেটে কামাল দেখাচ্ছিল, সেই সময় টিম ইন্ডিয়ার তরুণ খেলোয়াড় ইশান আর শ্রেয়স আইয়ার তাঁর খেলা মনোযোগ সহকারে দেখছিল। কোহলি যতবারই বড়বড় শট’স মেরেছে, ততবারই ইশান আর শ্রেয়স সেটা দেখে অবাক হয়

বাংলাদেশের সনাতনীদের জন্য গর্জে উঠল জাপানের হিন্দুরা! পথে নেমে করল বিক্ষোভ প্রদর্শন

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত নয় ত সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় স্পষ্ট। হিন্দুদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়ে রবিবার টোকিওতে বিক্ষোভ প্রদর্শন হয়। প্রায় ৬০ জন বিক্ষোভকারী বাংলাদেশী দূতাবাসের কাছে জড়ো হয়েছিল এবং সম্প্রতি বাংলাদেশে ঘটমান সাম্প্রদায়িক অত্যাচার বন্ধ করার জন্য এবং সংখ্যালঘু হিন্দুদের জন্য ন্যায়বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে তারা রাস্তায় নেমেছেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর মতো স্লোগান‌ও উঠে এসেছে তাদের গলায়। অক্টোবরের মাঝামাঝি সময়ে দুর্গাষ্টমীর দিন থেকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সাম্প্রদায়িক নির্যাতন শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত, কুমিল্লায় একটি হিন্দু মন্দির ভাঙার মধ্যে দিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হওয়ার পরপরই প্রথম হামলা ঘটে। ঘটনার পরবর্তীতে, আরও হিন্দু মন্দির ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে চলা বিশৃঙ্খলায় বহু মানুষ আহত হয়েছে এবং কয়েকজন মারাও গিয়েছে। টোকিওতে বসবাসকারী রোহান আগরওয়াল নামের একজন ভারতীয় নাগরিক, যিনি ইসকন সহ সংগঠনগুলির দ্বারা আয়োজিত বিক্ষোভে হাজির ছিলেন, তিনি বলেছেন,”ভারত, বাং

পিছু হটল কৃষকরা, খুলে যাচ্ছে দিল্লির সমস্ত বর্ডার, একে একে সরছে ব্যারিকেড

Image
নয়া দিল্লিঃ  নতুন কৃষি আইনের বিরুদ্ধে রাজধানী দিল্লির সমস্ত সীমান্তে চলা কৃষক বিক্ষোভের ব্যারিকেড হটানোর কাজ শুরু হয়েছে আর বর্ডার খালি করা হচ্ছে। টিকরি বর্ডারের পর এবার গাজীপুর বর্ডারও খালি করানো হচ্ছে এবং দিল্লি পুলিশ NH-২৪ থেকে সমস্ত ব্যারিকেড সরাচ্ছে। আর এরই মধ্যে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত ঘোষণা করেছেন যে, কৃষকরা নিজেদের ফসল বাঁচানোর জন্য সংসদে যাবে। কৃষক আন্দোলনের কারণে দিল্লির বর্ডারে রাখা হয়েছিল ব্যারিকেড। যা এখন হটানো শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষকদের সহমতিতে টিকরি বর্ডারের একটি অংশ খালি করানো হয়েছে। এরপর আশা করা হচ্ছে যে, দিল্লি থেকে হরিয়ানার বাহাদুরগড়ের দিকে যাওয়া রাস্তা এখন খুলে যাবে। এরপর দিল্লির গাজীপুর বর্ডার থেকেও ব্যারিকেড সরানো হয়। এরফলে গাজীপুর যাওয়ার রাস্তাও খুলে যাচ্ছে। নতুন কৃষি আইনের বিরোধিতায় নামা কৃষকরা দিল্লিকে হরিয়ানার সঙ্গে যুক্ত করা রাস্তা বন্ধ করে দিয়েছিল। দুরঘ ১১ মাস পর টিকরি বর্ডার খুলে গিয়ে সেই রাস্তায় আবারও যান চলাচল সম্ভব হবে। কৃষকদের রোখার জন্য বর্ডারে গাড়া বড়বড় পেরেকও সরানো হয়েছে। এছাড়াও ব্যারিকেডও সরিয়ে দেওয়া হয়েছে। রাকেশ টিক

পাকিস্তানের জয়ে আনন্দ করার সাজা, আদালতে কাশ্মীরি ছাত্রদের পেটাল জনতা! ভাইরাল ভিডিও

আগ্রাঃ  টি-২০ (Twenty20) বিশ্বকাপে ভারতের (India) পরাজয় আর পাকিস্তানের (Pakistan) জয়ের আনন্দ পালন করা আর পাকিস্তানের সমর্থনে দেশ বিরোধী স্লোগান দেওয়া তিন কাশ্মীরি ছাত্রকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। আর সেই সময় কয়েকজন ব্যক্তি ওই কাশ্মীরি ছাত্রদের উপর হামলা করে তাঁদের চড়, থাপ্পড় মারে। ওই তিন কাশ্মীরি যুবকের বিরুদ্ধে দেশদ্রোহ-র মামলা দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশের আগ্রার আরবিএস কলেজের ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগান তোলার মামলায় তিনজন কাশ্মীরি ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তিনজনের বিরুদ্ধেই দেশদ্রোহ-র মামলা দায়ের হয়েছে। প্রমাণ পাওয়ার পর দেশদ্রোহ-র ধারা 124 A বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার তিন ছাত্রকে শুনানির জন্য সিজেএম আদালতে পেশ করা হয়েছিল। আদালত চত্বরে শুনানির শেষে কয়েকজন পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেওয়া শুরু করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে ভারত মাতার জয়ধ্বনিও তোলা হয়। উত্তেজিত ভিড় কাশ্মীর ছাত্রদের চড়-থাপ্পড়ও মারে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ কর্মীরা আলতাফ শেখ, আরশাদ ইউসুফ আর শওকত আহমেদ গনিকে তৎক্ষণাৎ পুলিশের জীপে বসিয়ে জেলে নিয়ে যায়। হাঙ্গামা করা ব্যক্তিরা পুল

মানতে হবে নির্দেশ! মসজিদের মিনার, গুম্বজ ভাঙার অভিযান চালাচ্ছে চীন

নয়া দিল্লিঃ   শিনজিয়াং প্রান্তে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের পর চীন (China) এবার চীনা মুসলিমদের (Chinese Muslims) বিরুদ্ধে আরও একটি বড় অভিযান শুরু করেছে। এবার চীনে থাকা মসজিদের উপরের গুম্বজ আর মিনার ভাঙার অভিযান চালিয়েছে জিনপিং প্রশাসন। চীনের শাসকদের মতে, ওই মসজিদ গুলোতে বিদেশি আরব ঐতিহ্যর ঝলক রয়েছে, এই কারণে গুম্বজ আর মিনার ভাঙার দরকার। China removes minarets, domes, Islamic symbols from mosques under 'sinicization' movement https://t.co/qzu9c5FgQq — Republic (@republic) October 26, 2021 https://platform.twitter.com/widgets.js NPR ওয়েবসাইট অনুযায়ী, চীন দেশের বিভিন্ন প্রান্তে লাগাতার মুসলিমদের উপর নির্যাতন চালিয়েই যাচ্ছে। এবার দেশের সবথেকে বড় প্রান্ত হেনানে (Henan) হুই মুসলিমদের (Hui Muslim) উপর নির্যাতন শুরু করেছে চীন সরকার। হেনানের মোট জনসংখ্যা প্রায় ১১ কোটি। আর সেখানে মুসলিমদের সংখ্যাও অনেক। সেখানকার মুসলিমরাও বাকি দেশের মতো তাঁদের মসজিদে উঁচু উঁচু মিনার আর বিভিন্ন রঙের গুম্বজ বানিয়ে রেখেছে। China is removing the domes from thousands of mosques. Authorities say th

জামিন পেলেও জেলেই থাকতে হবে আরিয়ানকে, এখনই বাড়ি যেতে পারবে না শাহরুখ পুত্র

Image
মুম্বাইঃ এমাসের শুরুতে পার্টিতে গিয়ে ধরা পড়েছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তাঁর বিরুদ্ধে ড্রাগস সেবন ও বিক্রির অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরে জেলে বন্দি রয়েছে সে। বাবা শাহরুখ কোটি কোটি টাকা দিয়ে আইনজীবী ভাড়া করেও ছেলের জামিন করাতে পারছিল না। তবে বুধবার অবশেষে সংগ্রামের শেষ হল। বম্বে হাইকোর্ট শাহরুখ পুত্রর জামিন মঞ্জুর করল। শাহরুখ খানের পরিবারে এই সংকট নেমে আসার পর বহু মানুষই ওনার পাশে দাঁড়িয়েছেন। ছোট থেকে শুরু করে নামকরা ব্যক্তিরাও শাহরুখকে সমর্থন করেছেন। এমনকি অনেকে আবার এই কাণ্ডের সঙ্গে ধর্ম জুড়ে দিয়ে বলেছেন, শাহরুখের পদবী খান বলেই আজ তাঁর পরিবারে এমন সংকট নেমে এসেছে। অন্যদিকে, পাকিস্তান থেকেই শাহরুখ মুসলিম হওয়ার শাস্তি পাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ভারতের মতো প্রতিবেশী দেশ পাস্কিস্তানেও (Pakistan) আরিয়ান খান মামলা নিয়ে চরম চর্চা চলছে। আর এরই মধ্যে পাকিস্তানের রিয়েলিটি শো’য়ের সঞ্চালক ওয়াকার জাকা (Waqar Zaka) বলিউড অভিনেতা শাহরুখ খানকে ভারত ছেড়ে পাকিস্তানে বসবাস করার পরামর্শ দিয়েছেন। ওয়াকার বলেছেন, শাহরুখের উচিৎ তাঁর পরিবারের সঙ্গে পাকাপাকি ভাবে পাকিস

শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী বৌদ্ধ ভিক্ষু পেলেন বড় দায়িত্ব, গোটা দেশে লাগু হবে এক আইন

নয়া দিল্লিঃ  শ্রীলঙ্কায় (Sri Lanka) ‘ওয়ান কান্ট্রি, ওয়ান ল”-র জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন গালাগোদা আথথি জ্ঞানসারা (Galagoda Aththe Gnanasara)। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাভায়া রাজপক্ষে (Gotabaya Rajapaksa) নিজেই গালাগোদাকে এই দায়িত্ব দিয়েছেন। উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষু গালাগোদা আথথি জ্ঞানসারার বিরুদ্ধে এর আগে মুসলিম বিরোধী হওয়ার অভিযোগ উঠেছিল। মুসলিমদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ওনার বিরুদ্ধে মামলাও দায়ের রয়েছে। আর এখন তাঁর কাঁধেই গোটা শ্রীলঙ্কায় এক আইন লাগু করার জন্য দায়িত্ব দিয়েছেন দেশের রাষ্ট্রপতি। গালাগোদা আথথি জ্ঞানসারা-র সংগঠনের বিরুদ্ধে ২০১৩ সালে মুসলিমদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। গালাগোদা আথথি জ্ঞানসারাকে ১৩ সদস্যের সেই কমিটির প্রধান বানানো হয়েছে, যেই কমিটি এখন শ্রীলঙ্কায় এক দেশ, এক আইন বানানোর জন্য খসড়া তৈরি করবে। এই খসড়ার ভিত্তিতেই শ্রীলঙ্কার সরকার দেশে আইন লাগু করবে। উল্লেখ্য, ২০১৯ সালে ‘এক দেশ, এক আইন” লাগু করার প্রতিশ্রুতি দিয়েই শ্রীলঙ্কায় ক্ষমতায় এসেছে গোটাভায়া রাজপক্ষে। আর এবার সেই আইন লাগু করার প্রস্

‘মুসলিমরা মমতাকে ৫০ বছর রেখে দেবে, তোকে কেটে খাব” ভিডিও করে দিলীপ ঘোষকে হুমকি

কলকাতাঃ  বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (DIlip Ghosh) হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে এক মুসলিম ব্যক্তিকে প্রকাশ্যে দিলীপ ঘোষকে হুমকি দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি তাঁর আশেপাশে থাকা ব্যক্তিদের ওই ব্যক্তিকে উস্কানিমূলক মন্তব্য করার জন্য প্ররোচনা দিতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটি কবেকার আর কোথাকার এবং কে এই ব্যক্তি? সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। উল্লেখ্য, বিজেপিকে বরাবরই মুসলিম বিদ্বেষী দল বলে আক্রমণ করা হয়ে থাকে। এমনকি বিজেপির অনেক নেতাদেরই মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। আর এই কারণে মুসলিম ভোট ব্যাংকে বিজেপির তেমন আশাও থাকে না। দেশের বিভিন্ন মুসলিম বহুল এলাকায় বিজেপিকে লজ্জাজনক হারতেও দেখা গিয়েছে। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ” মন্ত্র আপন করে হিন্দু, মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের উন্নয়নের কথা বলে আসেন। ভাইরাল এই ভিডিওতে ওই মুসলিম ব্যক্তি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলেছেন, ‘সত্যি কারের হিন্দু হলে খড়গপুর এসে দেখা।” আপনাদের জানিয়ে দিই যে, দিলীপ ঘোষ খড়গপুর কেন্দ্র থেকেই স

দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দিতে যাওয়া বাংলার মেয়ের গনধর্ষণে অভিযুক্ত নেতার আত্মসমর্পণ

নয়া দিল্লিঃ  দিল্লির টিকরি বর্ডার গণধর্ষণ মামলায় মুখ্য অভিযুক্তদের মধ্যে একজন কিষান সোশ্যাল আর্মির নেতা অঙ্কুর সাঙ্গওয়ান বুধবার বাহাদুরগড় আদালতে আত্মসমর্পণ করেছে। পুলিশ তাঁকে খুঁজে দেওয়ার জন্য ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশের আবেদনে আদালত তাঁকে রিমান্ডে পাঠিয়েছে। গণ ধর্ষণ মামলার তদন্তে থাকা SIT প্রধান ডিএসপি পবন কুমার বলেন, ২০২১-র মে মাসে বাহাদুরগড় থানায় গণধর্ষণের মামলা দায়ের হয়েছিল। ধর্ষণের পর যুবতী করোনায় আক্রান্ত হয় আর এরপর তাঁর মৃত্যু হয়। নির্যাতিতার বাবা SIT-কে জানিয়েছিলেন যে, ওনার মেয়ে অনুপ সিং আর অনিল মালিক নামের দুই ব্যক্তির সঙ্গে কিষান সোশ্যাল আর্মির একটি তাবুতে থাকত। সেই তাবুতেই তাঁর সঙ্গে নির্যাতন করা হয় আর তাঁকে ধর্ষণ করা হয়। অনুপ সিং আম আদমি পার্টির নেতা আর অঙ্কুর সাঙ্গওয়ান কিষান সোশ্যাল আর্মির প্রধান নেতা। এই বছরের ৩০ এপ্রিল যুবতী বাহাদুরগড়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বলে দিই, অনিল মালিককে এর আগেই গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনায় অভিযুক্ত জগদীশ নামের এক ব্যক্তি এখনও পলাতক। অঙ্কুর আদালতে আত্মসমর্পণ করার পর জানিয়েছে যে, ২০২০ সালের নভেম্

কাশ্মীরে দাঁড়িয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ” স্লোগানের বিরোধিতা করা অনন্যাকে প্রাণে মারার হুমকি

Image
নয়া দিল্লিঃ  টি-২০ (Twenty20) বিশ্বকাপে ভারতের (India) বিরুদ্ধে পাকিস্তানের (Pakistan) জয়ের উল্লাস এ দেশেও হয়েছে। কাশ্মীর, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান সহ বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানের নামে জয়ধ্বনি দেওয়ার মামলা সামনে উঠে এসেছে। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সে কলেজের (SKIMS) ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। সেখানে পাকিস্তানের জয়গান করা ছাত্রদের বিরুদ্ধে UAPA ধারায় মামলাও দায়ের হয়েছে। পাশাপাশি ওই মেডিক্যাল কলেজের এক ডাক্তারি পড়ুয়া অনন্যা জামওয়ালকে (Ananya Jamwal) মারার হুমকি দেওয়া হচ্ছে। অনন্যার অপরাধ, সে ভারতে থেকে পাকিস্তানের জয়গান করার বিরোধিতা করেছিল। এখন তাঁর জন্য অনন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁকে পুলিশের গোয়েন্দা বলা হচ্ছে এবং তাঁকে মারারও হুমকি দেওয়া হচ্ছে। বলে দিই, অনন্যা ‘পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দেওয়ার বিরোধিতা করেছিল মাত্র। অনন্য জানায়, শের-ই-কাশ্মীর মেডিক্যাল কলেজে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলা হয়েছিল। আমি দেশদ্রোহী স্লোগান তোলার বিরোধিতা করেছি বলেই, আমাকে হুমকির মুখে পড়তে হচ্ছে। অনন্যা জানায়, SKIMS-র অকাশ্মীরি পড়ুয়াদের উপর চ

মোদীর ক্ষমতাই জানে না রাহুল, ওনাকে ক্ষমতাচ্যুত করার ধারণা ভুল! বিস্ফোরক প্রশান্ত কিশোর

Image
পানাজিঃ  ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন, ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক পর্যন্ত ভারতীয় রাজনীতির সবথেকে শক্তিশালী ক্ষমতা হিসেবে থাকবে। কিশোরের মতে, ‘বিজেপির সঙ্গে অনেক দশক পর্যন্ত লড়তে হবে।” প্রশান্ত কিশোর বলেন, ‘যেভাবে ৪০ বছর পূর্বে কংগ্রেসের হাতে সমস্ত ক্ষমতা ছিল। সেভাবেই বিজেপি হারুক আর জিতুক ক্ষমতার কেন্দ্রে তাঁরাই থাকবে। একবার যখন কোনও রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্তরে ৩০ শতাংশ ভোট হাসিল করে নেয়, তখন অত তাড়াতাড়ি রাজনৈতিক চিত্র বদলে যায় না।” গোয়ার যাদুঘরে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেন, ‘এই জালে কোনওসময় ফাঁসবেন না যে, দেশের জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপর চটে রয়েছেন আর ওনাকে ক্ষমতাচ্যুত করবে। হতে পারে দেশের জনতা নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করে দেবে, কিন্তু বিজেপি ক্ষমতাচ্যুত হবে না। আগামী কয়েক দশক পর্যন্ত বিজেপির সঙ্গে লড়াই করতে হবে।” প্রশান্ত কিশোর আরও বলেন, ‘এটা নিয়ে রাহুল গান্ধীর মনে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। উনি ভাবছেন আগামী দিনে তিনি নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে পারবেন, কিন্তু এরকম কিছুই হবে না।” প্রশান্ত কিশোর বলেন, ‘যতক্ষণ না আপনি নরে

মোদী সরকার ভারতকে ম্যাচ হারিয়েছে, ওরা দেশে বিতর্ক তৈরি করতে চাই: রাকেশ টিকেত, কৃষক নেতা

স্বয়ংকে কৃষক নেতা মনে করা রাকেশ টিকায়েত এখন নিজেকে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও সমাজের সামনে পরিবেশন করতে শুরু করেছেন। সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে হওয়া টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে তিনি বড়ো বক্তব্য দিয়েছেন। ভারত পাকিস্তানের মধ্যে হওয়া ম্যাচের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ভারত সরকারকে টেনে এনেছেন। কৃষাণ ইউনিয়নের প্রবক্তা রাকেশ টিকেট বলেছেন, সরকার জেনে বুঝে ভারতকে ম্যাচ হারিয়েছে যাতে দেশের মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়ে। রবিবারে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া ম্যাচে ভারতের টিমকে হারের মুখ দেখতে হয়েছে। এ নিয়ে অনেকে নিজের নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ কেউ বিষয়টিকে সাধারণ হার বলেছে আবার কেউ কেউ খুঁটিনাটি ভুল তুলে ধরেছে। পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় ওয়াকার ইউনিস বিতর্কিত মন্তব্য করে বলেছেন, ম্যাচের সেরা দৃশ্য ছিল হিন্দুদের সামনে বসে মোহাম্মদ রিজওয়ানের নামাজ পড়া। অবশ্য পরে এই মন্তব্য নিয়ে বিরোধিতা উঠতেই ওয়াকার ইউনিস ক্ষমা চেয়ে নেন। এদিকে মিডিয়ায় মুখোমুখি হয়ে BKU প্রবক্তা রাকেশ টিকায়েত বিচিত্র মন্তব্য করে বসেছেন। Ind VS Pak : "Modi सरकार ने ये मैच हरवाया, जिससे हिंदू-मुस्लिम में Controversy हो":

খালিস্তানি সমর্থককে সরিয়ে কানাডার প্রথম হিন্দু মন্ত্রী হলেন অনিতা আনন্দ

নয়া দিল্লিঃ  কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) মঙ্গলবার নিজের মন্ত্রীমণ্ডলে রদবদল করেন। ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দকে (Anita Anand) ট্রুডোর মন্ত্রীসভায় জায়গা দেওয়া হয়। অনিতা এই দায়িত্ব পাওয়ার পর তিনিই দেশের প্রথম হিন্দু প্রতিরক্ষা মন্ত্রী হলেন। এর আগে ভ্যানকুভার পুলিশ ডিপার্টমেন্টে গোয়েন্দা থাকা ৫১ বছর বয়সী হরজীত সজ্জন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ওনাকে এখন ইন্টারন্যশানাল ডেভলপমেন্ট এজেন্সিতে স্থানান্তরিত করা হয়েছে। ৫৪ বছর বয়সী অনিতা আনন্দ লাগাতার দ্বিতীয়বার ওকভিল থেকে সাংসদ হয়েছেন। হরজীত সজ্জন সেনায় যৌন নির্যাতন মামলাটিকে যেভাবে হ্যান্ডেল করেছিলেন, তা নিয়ে ওনার অনেক সমালোচনা হয়েছিল। এমনকি ওনাকে খালিস্তানি সমর্থক আখ্যা দিয়ে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ওনার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেন নি। ট্রুডোর নতুন মন্ত্রীসভা জেন্ডার ব্যালেন্সকে মাথায় রেখে করা হয়েছে। বর্তমানে ওনার মন্ত্রীসভায় ৩৮ জন সদস্য রয়েছেন। এক মাস আগেই লিবারেল পার্টি দ্বিতীয়বার ক্ষমতায় ফেরে। পেশায় কর্পোরেট অ্যাডভোকেট অনিতা আনন্দ কর্পোরেট শাসন নিয়ে বেশ অভিজ্ঞ। ব্যবসা

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলরের, উঠে আসছে ষড়যন্ত্র তত্ত্ব! CBI তদন্তের দাবি

কলকাতাঃ কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস (Tista Biswas) একটি ভয়ানক দুর্ঘটনায় প্রাণ হারালেন। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে ফেরার পথে তমলুকের কাছে একটি নিয়ন্ত্রণ হারানো ট্যাংকার ওনার গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। গাড়ির একদম পিছনের আসনে ছিলেন তিস্তা, ঘটনাস্থলেই ওনার মৃত্যু হয়। গাড়িতে ওনার স্বামী ও সন্তানও ছিলেন, যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস বর্তমানে গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই ওনার চিকিৎসা চলছে। তিনি জানান, হেঁড়িয়ার কলেজ থেকে স্ত্রীর একটি শংসাপত্র নিয়ে বাড়ি ফিরছিলা। সেই সময় নিমতৌড়ির কাছে একটি গাড়ি দাঁড়িয়েছিল। সেটিকে আমরা প্রথমে বুঝতে পারিনি। ওই গাড়ির পিছনে আমাদের গাড়ি আস্তে হতেই পিছন থেকে তেলের ট্যাংকার এসে আমাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। উল্লেখ্য, বিজেপির নেত্রী হিসেবে তিস্তা বিশ্বাসের বেশ নামডাক রয়েছে। এমনও খবর ছিল যে, ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল প্রার্থী না হলে তিস্তা বিশ্বাসকে প্রার্থী করা হত। তবে বর্তমানে ওনার আর ওনার

যেই মিসাইল নিয়ে সবথেকে বেশি আতঙ্কিত ছিল চীন, তাঁরই সফল পরীক্ষণ করল ভারত

Image
নয়া দিল্লিঃ  আরও কয়েকগুণ বৃদ্ধি পেল ভারতীয় সেনার (Indian Army) শক্তি। বুধবার জমি থেকে জমিতে লক্ষ্য ভেদে সক্ষম অগ্নি-৫ (Agni-V) মিসাইলের সফল পরীক্ষণ করল ভারত (India)। এই মিসাইল এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে লঞ্চ করা হয়েছিল। অগ্নি-৫ মিসাইলের রেঞ্জ ৫ হাজার কিমি পর্যন্ত বলে জানা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ রাত ৭:৫০ নাগাদ এই মিসাইল এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে লঞ্চ করা হয়েছিল। কেন্দ্র পরিস্কার জানিয়ে দিয়েছে যে, তাঁরা তাঁদের নীতি বদল করছে না। এর মানে এই যে, ভারত প্রথমে কোনও হাতিয়ার ব্যবহার করবে না। তবে ভারত নিজেদের শক্তি বাড়ানোর জন্য সবরকম প্রচেষ্টা আর পরীক্ষণ চালিয়ে যাবে। অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষণের ফলে ভারতীয় সেনার শক্তি যে কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই মিসাইল পরীক্ষণের ফলে চীন থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত আতঙ্কিত। দুই দেশের সবথেকে বড় প্রশ্ন হল, এই মিসাইলের আসল রেঞ্জ কত? চীন এর আগেই প্রশ্ন তুলেছে যে, ভারত মিসাইলের আসল রেঞ্জ বলছে না। চীনের আশঙ্কা ভারতের অগ্নি-৫ মিসাইলের আওতায় তাঁদের একটা, দুটো নয়, গোটা দেশ রয়েছে। The post যেই মিসাইল নিয়ে সবথ