Posts

Showing posts from July, 2021

সংসদে বিরোধীদের হাঙ্গামায় জনগণের করের ১৩৩ কোটি টাকা নষ্ট! সরকারের বিবৃতিতে চাঞ্চল্যকর তথ্য

নয়া দিল্লীঃ  গত ১৯জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। কিন্তু এবার শুরু থেকেই নানান বিক্ষোভের জেরে বারবার আটকে গিয়েছে সেই অধিবেশন। শনিবার সরকারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এ ভাবে বারবার আটকে যাওয়ায় ১৩৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। জনসাধারণের কর প্রদানের এই বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য। এবার শুরু থেকেই বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকে। কখনও পেগাসাস কখনও কৃষি বিল বিল নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লোকসভায় ৫৪ ঘণ্টা কাজ হওয়ার সুযোগ হাতে থাকলেও মাত্র ৭ ঘণ্টা হয়েছে। আর রাজ্যসভায় মোট ১১ ঘণ্টা কাজ হয়েছে, যেখানে ৫৩ ঘণ্টা কাজের সম্ভাবনাব ছিল। সব মিলিয়ে সর্বমোট ১০৭ ঘণ্টা কাজের কথা ছিল, কিন্তু মাত্র ১৮ ঘণ্টা কাজ হয়েছে বলে উল্লেখ রয়েছে ওই বিবৃতিতে। হিসেব দিয়ে বলা হয়েছে, এই আবহে সাধারণ মানুষের করের ১৩৩ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। লোকসভায় দিন কয়েক আগেই বিশৃঙ্খলা এমন চরমে পৌঁছয় যে ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ ওম বিড়লা। বিজেপির একটি আভ্যন্তরীণ বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস এমন জঘন্য কাজ করছে, যাতে বাধা পাচ্ছে কার

‘রাজীবকে বোঝাবো” বাবুলের বেলায় দম্ভ! কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার পিছনে বড় অবদান দিলীপ ঘোষের

Image
কলকাতাঃ  গতকাল ফেসবুকে দল ছাড়ার ঘোষণা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে, রাজ্য নেতৃত্বের সঙ্গে ওনার বনিবনা চলছে, আর এই কারণেই পদত্যাগ। বাবুল সুপ্রিয়র দল ছাড়ার ঘোষণা করার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। পাশাপাশি তিনি এও বলেন যে, ‘মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব সেটা ঠিক করব। কিন্তু আগে মাসির গোঁফতো হোক।” স্বভাবতই এটা স্পষ্ট ছিল যে, দিলীপ ঘোষ ঘুরিয়ে বাবুল সুপ্রিয়কে তাঁর দল ছাড়ার ঘোষণা নিয়ে আক্রমণ করেছেন। তবে দিলীপ ঘোষের এই মন্তব্য যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভালোভাবে নেন নি, সেটা আরেকটা পোস্টের মাধ্যমে বুঝিয়ে দেন তিনি। গতকাল রাতে বাবুল সুপ্রিয় ফেসবুকে আরও একটি পোস্ট করেন, যেখানে তিনি দুই দলের দুই নেতার মন্তব্য তুলে ধরেন। একটি হল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। আরেকটি হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বাবুল সুপ্রিয় ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘ পড়লাম আপনাদের কমেন্টগুলি | যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র

উদ্ধার হল চুরি হওয়া ১৪টি প্রাচীন ভাস্কর্য, খুব শীঘ্রই ফিরছে ভারতে

উদ্ধার করা হয়েছে দেশ থেকে খোয়া যাওয়া ১৪টি প্রাচীন ভাস্কর্য। চুরি করার পর সেগুলি আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ফের সেগুলি দেশে ফিরে আসছে। প্রসঙ্গত, এর আগেও ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী‌ যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তখন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী পাচার হয়ে যাওয়া একটি ৯০০ বছরের পুরনো শিবমূর্তি ফিরিয়ে দিয়েছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, ওই ১৪টি প্রাচীন ভাস্কর্য এশিয়ার আর্ট গ্যালারি থেকে চুরি করা হয়েছিল। এরপর চড়া দামে সেগুলো বিক্রি করা হয় আন্তর্জাতিক বাজারে। আন্তর্জাতিক বাজারের সেগুলির বর্তমান মূল্য প্রায় ২২ কোটি টাকা। তবে এই ভাস্কর্য গুলি পুনরায় উদ্ধার করা হয়েছে। ঐতিহাসিকরা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, প্রাচীন এই ভাস্কর্য গুলি দ্বাদশ শতাব্দীর নিদর্শন। এগুলির মধ্যে রয়েছে ৬টি ভাস্কর্য, ৬টি ছবি আর একটি আঁকা স্ক্রোল। চুরি হওয়া এই প্রাচীন ভাস্কর্যগুলি দেশে ফেরার পর খুশি হয়েছেন অনেকেই। ঐতিহ্যবাহী এই ভাস্কর্যগুলি দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন একাধিক মন্ত্রী। দুজন

বিজয় মাল্যর Kingfisher Airlines থেকে কড়ায় গন্ডায় পাওনা বুঝে নিল IDBI, বাড়াল লভ্যাংশ

আইডিবিআই ব্যাংক বুধবার জানিয়েছে, যে তারা কিংফিশার এয়ারলাইন্সের সমস্ত বকেয়া আদায় করতে সমর্থ হয়েছে, যা ঋণদাতাদের অনেকখানি সাহায্য করেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের জুনের শেষ অবধি ত্রৈমাসিকে নিট মুনাফা ৩১৮% বৃদ্ধি পেয়েছে। কিউ-র ফলাফল ঘোষণা করে এমডি ও প্রধান নির্বাহী রকেশ শর্মা বলেছেন, যে কিংফিশার এয়ারলাইনস থেকে মোট ৭৫৩ কোটি টাকা মূল্যের মধ্যে ২৭৮ কোটি এবং সুদের আয় থেকে ৩৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গত মাসে, এয়ারলাইনের ঋণদাতারা ইউনাইটেড ব্রুয়ারিজের প্রোমোটার বিজয় মালিয়ার শেয়ার থেকে ৭১৮১ কোটি টাকা উদ্ধার করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেক্ট পলাতক বিজয় মালিয়ার ব্যাংকগুলিতে ধনসম্পত্তির পরিমাণ প্রকাশ করেছে। আইডিবিআই ব্যাংকের ২০২১ সালের জুনের শেষ প্রান্তিকের জন্য ৬০৩ কোটি টাকা নিট মুনাফা হয়েছে, যা আগের বছরে এই একই সময়ে ১৪৪ কোটি টাকা ছিল। শর্মা জানিয়েছেন, যে ব্যাংকটি প্রত্যাশিতভাবেই এই তথ্য পুনরুদ্ধার করেছে, তার ঋ‌ণ বইয়ের বৃদ্ধি এবং ব্যাংকগুলির দ্বারা প্রচারিত জাতীয় সম্পদ পুনর্গঠন সংস্থাকে প্রায় ১১,০০০কোটি টাকা ঋণের অর্থ বিক্রি করেছে।‌ফলত, তার মোট বেসরকারী সম্পদ ১৫% এর নী

‘সাংসদ হিসেবে ওঁর এখনও অনেক কিছু দেওয়া বাকি”, বাবুলের ইস্তফার পর প্রতিক্রিয়া জিতেন্দ্রর

আসানসোলঃ  আজ আচমকাই নিজের দুঃখ প্রকাশ করে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ওনার এই ঘোষণার পর আসানসোলের আরও এক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) দুঃখ প্রকাশ করেছেন। আসানসোলের প্রাক্তন মেয়র বলেন, ‘একজন সাংসদ হিসেবে ওঁর এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে আসানসোলকে।” উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চেয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু প্রথমবারই বাবুলের আপত্তিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এরপর বাবুলের সুর নরম হওয়ার পর জিতেন্দ্র তিওয়ারি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন। এদিন বাবুল সুপ্রিয়র পদত্যাগ নিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘ওঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খারাপ ছিল না আমার।” বাবুলের ঘোষণার পর জিতেন্দ্র তিওয়ারিকে মুষড়ে পড়তে দেখা যায়। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমে ওঁর ফেসবুক পোস্টের খবর পেলাম। ওঁর সিদ্ধান্ত আসানসোলের জন্য কোনও মতেই ভালো না। কদিন আগেই ওঁর সঙ্গে কথা হয়েছিল। একসঙ্গে ঘুরবে বলেও জানিয়েছিল। কিন্তু একন এমন হল, সেটা জানিনা। ওঁর সঙ্গে যতক্ষণ না কথা

দিদির রাজ্যে তালিবানি শাসন! পরকীয়া সন্দেহে বিধবা মহিলার সঙ্গে চরম বর্বরতা গ্রামবাসীর

ক্যানিংঃ  বাংলায় থেকে ফের নারী অত্যাচারের কাহিনী উঠে এল। এর আগে উত্তরবঙ্গ থেকে আদিবাসী মহিলার উপর নৃশংস ঘটনার কথা সামনে এসেছিল। এবার ক্যানিং থেকে উঠে আসছে অমানবীয় কাহিনী। সেখানে অবৈধ সম্পর্ক রাখার অভিযোগে বিধবা মহিলাকে মারধোর করে তাঁর চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। শুধু মারধোর বা মহিলার চুল কেটে নেওয়াই না, এক যুবকের সঙ্গে ওই মহিলার জোর করে বিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে স্থানীয় মানুষদের বিরুদ্ধে। এই অমানবীয় ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে ডাবুতে। সেখানে ওই বিধবা মহিলাকে মারধোর করে তাঁকে এবং ওই যুবককে মুচলেখা লিখিয়ে গ্রামছাড়া করারও অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। নির্যাতিতা মহিলা অভিযোগ করে জানিয়েছে যে, স্বামীর মৃত্যু পর দুই সন্তানকে নিয়ে খুবই কষ্টে দিন কাটছিল তাঁর। স্বামী না থাকায় প্রতিবেশীরা বহুবার তাঁকে কুপ্রস্তাবও দিয়েছিল। সেই সময় গ্রামের এক যুবক মহিলাকে আর্থিক সাহায্য করতে এগিয়ে আসে। যুবক ওই মহিলার পাশে দাঁড়ানোর পর গোটা গ্রামে তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে তা রটিয়ে দেওয়া হয়। এরপরই সালিশি সভা ডেকে মহিলার সঙ্গে জোর করে যুবকের বিয়ে দেওয়া হয়। এমনকি মহিলাকে মারধোর করে চুল কেট

বড় ক্ষতি! ফেসবুকে ‘আলবিদা” লিখে বিজেপি ছাড়লেন বাবুল সুপ্রিয়

Image
কলকাতাঃ অবশেষে জল্পনার অবসান। বিজেপি থেকে সরে যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ফেসবুকে একটি পোস্ট করে বিজেপি ছাড়ার কথা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সম্প্রতি তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। আজ কিছুক্ষণ আগেই সেই জল্পনা অবসান ঘটিয়ে আবারও একটি পোস্ট করে লিখলেন, ‘Social Work করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়- নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর…হ্যাঁ, সাংসদ পদ থেকেও obviously ইস্তিফা দিচ্ছি ! [Resigning from my MP-ship too (obviously)]’ বিজেপিতে নাম লেখানোর পর ২০১৪, ২০১৯ সালে পরপর দুবার আসানসোল থেকে কড়া প্রতিদ্বন্ধিকে হারিয়ে বিজেপি সাংসদ হয়েছিলেন তিনি। প্রতিমন্ত্রী হলেও, এবারে তাঁর মন্ত্রীত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আর তারপর থেকেই দলের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় বাবুলের। তারপর কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় তাঁর করা একটি পোস্ট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এবারে তাঁর দ্বিতীয় পোস্ট সেই জল্পনার অবসান ঘটাল। বিজেপি ছাড়লেন বাবুল সু

সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদের নেতৃত্বের দায়িত্ব পড়ল ভারতের কাঁধে, গোটা বিশ্ব দেখবে ভারতের শক্তি

নয়া দিল্লীঃ ভারত ১ আগস্ট জাতি সংঘের সুরক্ষা পরিষদের নেতৃত্ব সামলাবে, তিনটি প্রধান ইস্যু সমুদ্র সুরক্ষা, শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব করার জন্য প্রস্তুত। জাতি সংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি. এস তিরুমূর্তি ১৫ রাস্ত্রের শক্তিশালী সংগঠনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে বলেছেন, আমরা যেই মাসে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করব, সেই মাসেই আমাদের তরফ থেকে জাতি সংঘের সুরক্ষা পরিষদের নেতৃত্ব দেওয়া গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। ভারতের নেতৃত্বের প্রথম কার্যকারী দিবস সোমবার ২ আগস্ট হবে। যেখানে তিরুমূর্তি জাতিসংঘ সদর দফতরে কাউন্সিলের মাসব্যাপী কর্মসূচি নিয়ে একটি মিশ্র সংবাদ সম্মেলন করবেন, কিছু লোক সেখানে উপস্থিত থাকবেন এবং অন্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযোগ করতে পারবেন। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, তিরুমূর্তি জাতিসংঘের সেই সদস্য দেশগুলিকেও কাজের বিবরণ প্রদান করবে যারা কাউন্সিলের সদস্য নয়। সুরক্ষা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারতের দুই বছরের কার্যকাল জানুয়ারি ২০২১ থেকে শুরু হয়েছে। আগস্ট মাসে জাতি সংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব অস্থায়ী সদস্য হিসেবে ২০২১-২২ কার্যক

উত্তর প্রদেশে ৯৭ শতাংশ মানুষ জনসংখ্যা আইন আনার পক্ষে

নয়া দিল্লীঃ  যোগী আদিত্যনাথ সরকার জনসংখ্যা দিবসে ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল” জনতার সমক্ষে পেশ করে। সেই বিল নিয়ে জনতার কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। জনসংখ্যা আইন অনুযায়ী, যেই অভিভাবকদের দুইয়ের বেশি সন্তান আছে তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পাবে না। পাশাপাশি তাঁরা স্থানীয় পঞ্চায়েত নির্বাচনেও অংশ নিতে পারবে না। যোগী সরকারের এই বিলকে পূর্ণ সমর্থন দিয়েছে উত্তর প্রদেশের মানুষ। উত্তর প্রদেশের জনতা ইন্টারনেটের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে পরামর্শ দিচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯৭ শতাংশ মানুষ চান যে, রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন লাগু হোক। আর ৩ শতাংশ মানুষ এই আইনের বিরুদ্ধে। সরকারি ওয়েবসাইটে আপলোড করা খসড়ায় ৮ হাজার ৫০০ জন পরামর্শ দিয়েছে। তাঁদের মধ্যে ৩০০ জন আইনের বিপক্ষে। আর বাকিরা আইনের পক্ষে রায় দিয়েছেন। এর থেকে এটা স্পষ্ট যে, উত্তর প্রদেশের মানুষ জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের পক্ষে রয়েছেন আর তাঁরা চাইছেন যে এই আইন লাগু করা হোক। এই খসড়া নিয়ে পাওয়া প্রস্তাবের বিষয়ে তথ্য দিয়ে উত্তর প্রদেশের ‘বিধি আয়োগ”-এর অধ্যক্ষ বিচারক এএন মিত্তল জানান, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য খসড়া বিলের বিষয়ে রাজ্য আইন কমিশ

শুধু মোদী বিরোধিতার জন্য তোড়জোড়, কোনও অ্যাজেন্ডা নেই! কংগ্রেস নেতার মন্তব্যে জোট নিয়ে ঘোঁট

নয়া দিল্লীঃ  তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিল্লী সফর সফল বলছেন এবং বিরোধীদের একজোট করার কথা বলছেন ঠিকই। কিন্তু ওনার প্রচেষ্টায় বিরোধীরাই প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা বীরাপ্পা মইলি পরিস্কার ভাবে বলেছেন যে, যদি মোদীর বিরোধিতার জন্য বিরোধীদের একজোট করার চেষ্টা করা হয়, তাহলে সেটা সবথেকে বড় ভুল হবে। কংগ্রেস নেতার এই বয়ানে অনেক দলের নেতারাই সহমত পোষণ করেছেন। কারণ, বীরাপ্পা মইলির এই বয়ানের বিরুদ্ধে এখনও কোনও বিরোধী দলের নেতাকে কিছু বলতে শোনা যায়নি। এমনকি কিছু বিরোধী নেতা এটাও ভাবছে যে, লোকসভা ভোটের জন্য বিরোধীদের একজোট করতে একটু বেশিই তাড়াহুড়ো করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারিয়ে বড় জয় হাসিল করার পর থেকেই তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারকে গদি ছাড়া করতে উঠেপড়ে লেগেছে। মোদী সরকারকে কেন্দ্র থেকে সরাতে মমতা ব্যানার্জী আরও একবার বিরোধীদের এক করার প্রচেষ্টায় নেমে পড়েছেন। একদিকে যখন বিরোধীদের এক করার প্রচেষ্টা শুরু হয়েছে, তখন আরেকদিকে সেই একতা নিয়ে প্রশ্নও উঠছে। কারণ বিরোধীদের অ্যাজেন্ডা শুধু মোদীর সরকারকে হারানোর, আর কিছু নয়

ঘনিষ্ঠকে হাসপাতালে সুবিধা পাইয়ে দিতে মহিলা ইন্টার্নকে হুমকি নির্মল মাজির, বিতর্কে তৃণমূল নেতা

কলকাতাঃ  নির্বাচনে জিতে বাংলার মসনদে বসার পর থেকেই তৃণমূল নেতাদের বাড়বাড়ন্ত দ্বিগুণ হয়েছে। একের পর এক বিতর্কে জড়িয়েছে তাদের নাম। এবার সেই তালিকায় নাম জড়ালো নির্মল মাজির। অভিযোগ উঠেছে, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা ইন্টার্নকে হুমকি দিয়েছে প্রভাবশালী এই তৃণমূল নেতা। এই অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরজুড়ে। সূত্রের খবর, ২৪ জুলাই কলকাতা মেডিকেল কলেজে এক রোগী লিভারের সমস্যায় জর্জরিত হয়ে হাসপাতালে আসেন। সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশ দেন, সিস্টারের কাছ থেকে রোগীর বাড়ির সদস্যদের তার বেড নাম্বার জানতে হবে। ওই সময় মেডিসিন ওয়ার্ডে ডিউটিতে ছিলেন অভিযোগকারী মহিলা ইন্টার্ন। কিন্তু রোগীর বাড়ির সদস্যরা আদৌও রোগীর বেড নাম্বার জানতে চাননি। পাল্টা ওই মহিলা ইন্টার্ন অভিযোগ করেছেন, রোগীর বাড়ির সদস্যরা প্রথম থেকেই সিস্টারের কাছে যেতে আপত্তি জানিয়েছিলেন। তারা সিস্টারের সঙ্গে কথা না বলে উত্তেজিত গলায় একজন ব্যক্তিকে ফোন করেন। পরে জানা গিয়েছে, ওই ব্যক্তি আর কেউ নন, তিনি তৃণমূল নেতা নির্মল মাজি। এরপর এই তৃণমূল নেতা ফোন করে ওই মহিলা ইন্টার্নকে কড়া ভাষায় হু

তামিলনাড়ু: পাহাড়ের উপরে থাকা হিন্দু মন্দিরকে করা হলো অপবিত্র, লেখা হলো আপত্তিজনক শব্দ

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে শহর ছাড়িয়ে প্রশান্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে ভারতীয় সংস্কৃতির চিহ্ন। যা যে কোনও দর্শনার্থী মনের পটে দাগ আঁকতে বাধ্য, এতে অবাক হওয়ার কিছু নেই। খাঁটি তামিল সংস্কৃতির অনুভূতি তার সমস্ত বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে রয়েছে। তামিলনাড়ুর একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য যা নিঃশব্দে রয়ে যেতে পারে না, তা হ’ল এই রাজ্যের দুর্দান্ত কিছু হিন্দু মন্দির, যা কয়েক হাজার বছর আগের পবিত্র জায়গাগুলিতে নির্মিত হয়েছে। তবে তামিলনাড়ুতে বিগত কয়েক বছর ধরে ক্রমাগত হিন্দু মন্দিরে আক্রমণ হওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই রাজ্যের একটি হিন্দু মন্দিরে আক্রমণ করা হয়েছে।তিরুনেলভেলি জেলার আলভারকুরিচিতে অত্রি পাহাড়ের চূড়ায় পাথর কেটে কেটে তৈরি পাহাড়ী মন্দিরগুলিতে সম্প্রতি কট্টরপন্থীরা ব্যাপক ভাঙচুর করেছে। অত্রি পাহাড়ে হিন্দু মন্দিরের আশেপাশের পাথরগুলি লক্ষ্য করে হয়েছিল এবং সেখানে ইসলামী প্রতীক “আধখানা চাঁদ” এঁকে দেওয়া হয়েছে। ভাঙচুরকারীরা পাহাড়ের উঁচুতে ইসলামী প্রতীক এবং ৭৮৬ নম্বর সহ “আল্লাহু আকবর” লিখেছে। হিন্দু মন্দিরগুলিতে বারংবার ভাঙচুরের ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের হতবাক

ঘরের শত্রু বিভীষণ! চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে হাজিরা দিলেন বাম নেতারা

নয়া দিল্লীঃ  কয়েকদিন আগে চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন উপলক্ষে দিল্লির চিনা দূতাবাস ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে করোনা মহামারীর মূলচক্রী তথা উৎপাদক দেশ হিসেবে চীনারা সারা বিশ্বের বেশিরভাগ দেশের চক্ষুশূল। এছাড়াও লাদাখে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়ে চীন যে ভালো কাজ করেনি, সেটা সকলের জানা। আর সেই কারণে ভারতের অনেক জওয়ানও প্রাণ হারিয়েছিলেন। কিন্তু ভারতীয় বাম নেতারা ভার্চুয়াল সেই আয়োজনে যোগদান করে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। ফলত, তারা মোদী সরকার তথা বিজেপির রোষানলের মুখে পড়েছে। যদিও এত বিতর্কের মাঝে বামেদের সাফাই, আদর্শের জায়গা বজায় রেখে তারা সেই বৈঠকে যোগ দিয়েছে। চলতি বছরেই শতবর্ষে পদার্পণ করেছে চীনা কমিউনিস্ট পার্টি। আর সেই উদ্দেশ্যে বিভিন্ন দেশের ১৬০টি রাজনৈতিক দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে শতবর্ষ উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভার প্রধান ছিলেন সিসিপি-র সাধারণ সম্পাদক এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েই বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের বামপন্থী নেতারা। কমিউনিস্ট পার্টি

অসমে কংগ্রেসের নেতা-বিধায়কদের মধ্যে দল ছাড়ার হিড়িক, ইস্তফা দিলেন আরও এক বিধায়ক

গুয়াহাটিঃ  অসমে (Assam) কংগ্রেসের (Congress) নেতা আর বিধায়কদের মধ্যে দল ছাড়ার হিড়িক তুঙ্গে। অসমের থোওরা আসন থেকে কংগ্রেসের টিকিটে একুশের নির্বাচন জয়লাভ করা বিধায়ক সুশান্ত বোরগোহেঁ (Sushanta Borgohain) শুক্রবার দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন। কিছুদিন ধরে ওনার বিজেপি (Bharatiya Janata Party) যোগের জল্পনা উঠেছিল। এরপর কংগ্রেস তাঁকে শো-কজ করে। কিন্তু সেই শো-কজের জবাব দেওয়ার আগেই তিনি দলের প্রাথমিক সদস্যতা থেকে ইস্তফা দিয়ে দেন। গত ২৮ জুলাই ওনাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। ৩১ জুলাইয়ের মধ্যে ওনার অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল দলের তরফ থেকে। কিন্তু সময়সীমা পূর্ণ হওয়ার দু’দিন আগে শোকজ নোটিশের জবাব না দিয়ে দলই ছেড়ে দিলেন তিনি। অসম কংগ্রেসের রাজ্য সভাপতি ভুপেন বোরা বলেন, ওনাকে শোকজ করা হয়েছিল, সেটির জবাবে তিনি দলের সদস্যতা ত্যাগ করে। এই বিষয়ে আমরা আইনি বিশেষজ্ঞর সঙ্গে কথা বলব। প্রাপ্ত খবর অনুযায়ী, কিছুদিন ধরেই সুশান্তের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উঠেছিল। আর সেই কারণেই তাঁকে শোকজ করা হয়েছিল। তিনি শোকজের উত্তর না দিয়ে দল থেকেই ইস্তফা দিয়ে দেন। এখন সুশান বোরগোহেঁ যদি বিজেপিতে য

‘দেশদ্রোহীদের উলঙ্গ করে ছাড়ব” জাভেদ-শাবানার সঙ্গে মমতা ব্যানার্জীর সাক্ষাত নিয়ে মন্তব্য কঙ্গনার

নয়া দিল্লীঃ  বলিউডের ‘কুইন” বলে খ্যাত কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এখন সিনেমা ছাড়া রাজনীতির দিকে বেশি নজর দিচ্ছেন। বিগত কয়েকমাস ধরেই তিনি রাজনীতির কারণে বারবার শিরোনামে উঠে এসেছেন। সুশান্ত সিংয়ের মামলায় মহারাষ্ট্রের উদ্ধব সরকারকে আক্রমণ করার পর কঙ্গনা রাতারাতি শিরোনামে উঠে আসেন। এরপর মুম্বাই পুরসভার তরফ থেকে তাঁর অফিসে বুলডোজার চালানোয় বহু মানুষের সহানুভূতিও পান তিনি। এখন তিনি এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে জাভেদ আখতার আর শাবানা আজমির সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার জাভেদ আখতার আর শাবানা আজমি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। কঙ্গনা সেই সাক্ষাৎকে কটাক্ষ করে ফেসবুকে একটি পোস্ট করেন। কঙ্গনা নিজের পোস্টে শাবানা, জাভেদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করেন। কঙ্গনা ফেসবুকে লেখেন, ‘গতকাল শাবানা আজমি আর জাভেদ আখতার বাংলার মুখ্যমন্ত্রী যাকে সবাই ‘তারকা” নামে জানে ওনার সঙ্গে মিটিং করেন। এর ফলে এবার থেকে তিনি ধীরে ধীরে অনেক ছোট বড় মিটিং বলি মাফিয়া দাউদের গলিতে হোস্ট করবেন।” কঙ্গনা আরও লেখেন, ‘এরা খান

ভোটের জন্য মানুষ খুন করেছে মমতা ব্যানার্জী, উনি লঙ্কিনি ছাড়া আর কিছু ননঃ বিজেপি বিধায়ক

বালিয়াঃ  উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং (Surendra Singh) শুক্রবার তৃণমূল (All India Trinamool Congress) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) নিয়ে বিতর্কিত বয়ান দেন। বিজেপি বিধায়ক মমতা ব্যানার্জীকে ‘লঙ্কিনি” বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের প্রশংসা করে তিনি প্রধানমন্ত্রীকে ভগবান রামের সঙ্গে তুলনা করেছেন এবং যোগী আদিত্যনাথকে হনুমান বলেছেন। বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করে বলেন, নরেন্দ্র মোদী -যোগী আদিত্যনাথের রাম-হনুমান জুটি লঙ্কিনি মমতা ব্যানার্জীকে নষ্ট করে দেবে। সুরেন্দ্র সিং বলেন, ‘যেই মহিলা ভোটের জন্য মানুষ খুন করেছেন, তিনি একজন লঙ্কিনি ছাড়া কিছুই নন। উনি রাক্ষসী কালেও ছিলেন। কিন্তু, যারা এই লঙ্কিনিকে নষ্ট করবে, তাঁরা জন্ম নিয়ে নিয়েছেন।” নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথকে রাম-হনুমানের সঙ্গে তুলনা করে বিধায়ক বলেন, ‘এই রাম-হনুমান জুটি ব্যবসায়ী, কর্মী আর সন্ন্যাসীদের সম্মান দেওয়ার জন্য জন্ম নিয়েছেন।” নিজের এই বিতর্কিত বয়ান তিনি এখানেই থামিয়ে দেন নি। তি

তুমুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রকাশ্যে এক বিধায়ক আরেক বিধায়ককে দিলেন হাড় ভেঙে দেওয়ার হুমকি

বহরমপুরঃ শাসক দল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব গোটা রাজ্য জুরেই বিরাজমান। পশ্চিমবঙ্গের মতো এরকম অন্তর্দ্বন্দ্ব হয়ত দেশের আর কোনও রাজ্যেই নেই। আর এবার আবারও প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। প্রকাশ্য জনসভায় মুর্শিদাবাদের রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীকে হুমকি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও (Viral Video) হচ্ছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রেজিনগরের তৃণমূল বিধায়ক আলম চৌধুরী দলের শীর্ষ নেতৃত্বদের কাছে এই বিষয়ে হুমায়ন কবিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি হুমায়ূন কবিরের শাস্তিরও দাবি করেছেন। প্রাপ্ত খবর অনুযায়ী, বৃহস্পতিবার মুর্শিদাবাদের শক্তিপুরের একটি সভায় উপস্থিত ছিলেন হুমায়ূন কবির। সেখান থেকেই তিনি মাইক হাতে নিয়ে রবিউল আলমকে প্রকাশ্যে হুমকি দেন। হুমায়ূন কবির প্রকাশ্য সভায় এও বলেন যে, ‘সাবধান রবিউল, আমার সঙ্গে পাঙ্গা নিতে এলে আমি হাড়গোড় এক করে দেব।” মুর্শিদাবাদে এই দুই নেতার দ্বন্দ্ব বহু পুরনো। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে রেজিনগর আসন থেকে জয়ী হয়েছিলেন হুমায়ূন কবির। এরপর তিনি তৃণমূলে যোগ দেন আর বিধায়ক পদ ছেড়ে দেন। উপ-নির্বাচন

অন্য কোনও পদক নয় ভারতের জন্য সোনা জিততে চাই, অলিম্পিক্স থেকে হুংকার লভলিনার

নয়া দিল্লীঃ টোকিও অলিম্পিক্সে সবার আশা যুগিয়েও বিদায় নিয়েছেন ভারতীয় বক্সার মেরি কম (Mary Kom)। লন্ডন অলিম্পিক্সে ভারতকে গর্বিত করা ৩৮ বছর বয়সী মেরি কম টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছেন বৃহস্পতিবার। প্রি কোয়াটার ফাইনাল ম্যাচে মেরি মুখোমুখি হয়েছিলেন রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক প্রাপ্ত কলম্বিয়ান বক্সার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার (Ingrit valencia)। ভ্যালেন্সিয়াকে এর আগেও হারিয়েছিলেন ভারতের এই ছয় বার বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার। কিন্তু এবারের অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল তার। শুরুতেই ভ্যালেন্সিয়ার দুরন্ত আক্রমণকে সামাল দিতে না পেরে ৪-১ ফলাফলে রাউন্ড হেরে যান মেরি কম। তারপর অবশ্য দুরন্ত কামব্যাক করেছিলেন এই ভারতীয় বক্সার ৩-২ ফলাফল বজায় রেখে পরপর দুটি রাউন্ড জিতে নেন এই মনিপুরী কিংবদন্তি। কিন্তু তাতেও শেষ পর্যন্ত লাভ কিছুই হলো না। বিচারকদের বিচারে প্রথম রাউন্ডে বড় লিড থাকায় জয়ী হিসেবে ঘোষিত হলেন ভ্যালেন্সিয়া। মেরি কমের বিদায়ের পর এবার আশা যোগাচ্ছে লভলিনা বড়গোহাঁইয় (Lovlina Borgohain)। শুক্রবার চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েনকে ৪-১ এর ব্যবধানে হারান লভলিনা। এরপরই তিনি ভারতের জন

পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকেই নেই মুকুল রায়, রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে বহু প্রশ্ন

কলকাতাঃ  শুক্রবার প্রথম বৈঠক হল পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC)। কিন্তু এই প্রথম বৈঠকেই অনুপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তথা PAC চেয়ারম্যান মুকুল রায় (Mukul Roy)। ওনার এই অনুপস্থিতিতে রাজ্য রাজনীতিতে নতুন করে নানান প্রশ্ন উঠছে। তবে কেন মুকুল রায় এই বৈঠকে উপস্থিত ছিলেন না? সেটা জানতে গিয়ে জানা যায় যে, তিনি বর্তমানে দিল্লীতে রয়েছেন। আর সেই কারণেই PAC-র প্রথম বৈঠকে তিনি যোগ দিতে পারেন নি। অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই বৈঠক বয়কট করেছে। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর PAC পদে বিজেপির বিধায়ককে না বসিয়ে, মুকুল রায়কে চেয়ারম্যান করার জন্যই বিজেপি এই বৈঠক বয়কট করেছে। তবে এই বৈঠকই না, বিজেপির বিধায়করা বিধানসভার বাকি কমিটির পদ থেকে অনেক আগেই পদত্যাগ করেছে। আজ বিকেলে কলকাতায় ফিরছেন মুকুল রায়। তবে, তিনি যতক্ষণে কলকাতা পৌঁছবেন ততক্ষণে এই বৈঠক শেষ হয়ে যাবে। তাই এই বৈঠকে ওনার যোগ দেওয়া কোনও ভাবেই সম্ভব না। তবে, চেয়ারম্যান ছাড়া কীভাবে বৈঠক হবে সেই প্রশ্ন ওঠার পর জানা গিয়েছে যে, একজন বিধায়ককে কার্যকারী চেয়ারম্যান করা হবে। একদিনের জন্য তিনি মুকুল রায়ের দায়িত্ব পালন করব

ঋণের বদলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দাও, বিশ্বব্যাঙ্কের প্রস্তাবে চটে লাল বাংলাদেশ

নয়া দিল্লীঃ  বাংলাদেশের (Bangladesh) কাছে এমন এক শর্ত পেশ করল বিশ্বব্যাঙ্ক (World Bank)। যাতে সে দেশের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ অবদি চটে গিয়েছে। উল্লেখ্য, বিশ্ব ব্যাঙ্কের তরফ থেকে বাংলাদেশকে ঋণের বদলে রোহিঙ্গাদের (Rohingya) নাগরিকত্ব প্রদান করার শর্ত দেওয়া হয়েছে। আর এই নিয়ে চটে গিয়েছে ঢাকা। বর্তমানে রোহিঙ্গা সমস্যা চরমে উঠেছে গোটা বিশ্বে। বিভিন্ন দেশে রোহিঙ্গা শরণার্থীরা অবৈধ ভাবে প্রবেশ করে পাকাপাকি ভাবে বসবাস শুরু করে দিয়েছে। দুই বছর আগে মায়ানমারের রাখাইন অঞ্চলে মায়নমার সেনার অত্যাচারে দেশ ছেড়ে পালাতে শুরু করে রোহিঙ্গারা। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেয় তাঁরা। আর সেই রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশে কক্সবাজার অঞ্চলে গড়ে উঠেছে বিশ্বের সবথেকে বড় শরণার্থী শিবির। একদিকে এই কাজের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন মুসলিম দেশ এবং আন্তর্জাতিক মহলের প্রশংসা পেয়েছে। অন্যদিকে, দেশে রোহিঙ্গাদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় চাপ সৃষ্টি হয়েছে বাংলাদেশের সরকারের উপর। এমনকি রোহিঙ্গারা যেই এলাকায় গিয়ে বসবাস করছে, সেখানকার স্থানীয়রাও এখন রোহিঙ্গাদের সহ্য করতে পারছে না। বিভি

তৃণমূল সুপ্রিমোকে দেখাই দিলেন না শরদ পাওয়ার, জোটের আগেই বিরোধী ঐক্যে ফাটলের ইঙ্গিত

নয়া দিল্লীঃ  ২০২৪-র আগে বিরোধী ঐক্য মজবুত করতে দিল্লী কুচ করেছেন তৃণমূল (All India Trinamool Congress) সুপ্রিমো মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। দিল্লীতে গিয়ে একের পর এক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের নাম বদল, ভ্যাকসিন আর রাজ্যে সড়ক যোগাযোগ উন্নত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর নিতিন গড়কড়ির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ওনার মূল উদ্দেশ্য না। তিনি দিল্লী গেছেন বিজেপি বিরোধী সমস্ত দলকে এক করে ২০২৪-র নির্বাচনে বিজেপির সরকারকে মসনদ থেকে সরাতে। সোমবার দিল্লী সফরে গিয়ে বিরোধীদের একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। কিন্তু বিরোধীদের মধ্যে অন্যতম মুখ শরদ (Sharad Pawar) পাওয়ারের সঙ্গে এখনও পর্যন্ত বৈঠক হয়ে ওঠেনি ওনার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল শরদ পাওয়ারকে। কিন্তু এর পর থেকে ওনাকে আর দেখা যাচ্ছে না। শোনা গিয়েছিল যে, শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে মমতা বন্দ্যোপাধ্যা

রিজার্ভেশন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্র সরকারের! টুইট করে জানালেন প্রধানমন্ত্রী মোদী

ভারত দেশে রিজার্ভেশন নিয়ে বিতর্ক নতুন কথা নয়। যারা রিজার্ভেশন পায় তারা সংরক্ষণের পক্ষে কথা বলেন। আবার যারা রিজার্ভেশন পাই না তারা এর বিরোধিতা করে। এই রিজার্ভেশনের দরুন দেশে বেশ সংঘর্ষ তৈরি হয়। এহেন সমস্যার সমাধানের জন্য মোদী সরকার বড়ো সিদ্ধান্ত নিয়েছে। মোদী সরকার ২৯ শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত অনেকের মনে খুশি এনেছে। এর কারণ আগে যারা রিজার্ভেশনের সুবিধা পেতেন না, তাদের অনেকেই এবার সেই সুবিধা গ্রহণ করতে পারবে। জেনারেল ক্যাটাগরিতে আসা লোকজন বহুবার দাবি তোলেন, দেশ থেকে সংরক্ষণ উঠিয়ে দেওয়া উচিত। যদিও এক ঝটকায় এমন কাজ কোনো সরকারের পক্ষেই করা সম্ভব নয়। সেই দিকেই নজর রেখে মোদী সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সরকার জানিয়েছেন যে, আর্থিকভাবে দুর্বল মেডিক্যাল ছাত্ররা ১০% সংরক্ষণ পাবে। অর্থাৎ আপনি জেনারেল ক্যাটাগরির ছাত্র বা ছাত্রী হলেও পেতে পারেন রিজার্ভেশনের সুবিধা। প্রধানমন্ত্রী মোদী নিজের টুইট করে সরকারের সিদ্ধান্ত জানিয়েছেন। This will immensely help thousands of our youth every year get better opportunities and create a new paradigm of social ju

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ফের সরব ভারত, পাকিস্তানকে অবৈধ কবজা খালি করার হুঁশিয়ারি

নয়া দিল্লীঃ  পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (Pakistan Occupied Kashmir) বিধানসভা নির্বাচন করানো নিয়ে ভারত (India) পাকিস্তানের (Pakistan) তীব্র বিরোধিতা করেছে। ভারতের তরফ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে যে, পাকিস্তান দ্বারা অবৈধ কবজা আড়াল করতেই এই নির্বাচন করানো হয়েছে। পাশাপাশি ভারত এই ইস্যু নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বিরোধিতাও জাহির করেছে। বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ভারতীয় ভূ-ভাগে পাকিস্তানের কোনও অধিকার নেই। তাঁদের উচিৎ অবৈধ কবজা করে রাখা সমস্ত এলাকা শীঘ্রই খালি করে দেওয়া। অরিন্দম বাগচি অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘পাকিস্তানের অবৈধ কবজায় থাকা ভারতীয় ভূমিতে তথাকথিত নির্বাচন করানো মানে হল তাঁদের অবৈধ কবজার কাহিনী আড়াল করা আর তাঁদের দ্বারা ওই অঞ্চলে আনা বদলকে লুকিয়ে রাখা।” পাকিস্তান দ্বারা PoK তে বিধানসভা নির্বাচন করানোর পর তিনি এই মন্তব্য করেছেন। পিওকেতে নির্বাচন করানো নিয়ে বাগচি বলেন, এই কৃত্রিম অনুশীলনে ভারত পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেছেন যে, স্থানীয় লোকজন দ্বারাও পাকিস্তানের এই মহড়ার বিরোধিতা করা হয়েছে এবং তা প্রত্যাখ্যানও করা

কাশ্মীরে বদলাচ্ছে চিত্র, জঙ্গি প্রভাবিত শোপিয়ানে বিজেপির র‍্যালিতে বহু মানুষের সমাগম

Image
শ্রীনগরঃ  জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের তকমা দেওয়ার আগেই ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার বিজেপি কাশ্মীরের শোপিয়ান জেলায় একটি র‍্যালি করে। শোপিয়ান কাশ্মীরের সবথেকে বেশি সন্ত্রাস কবলিত এলাকা বলে চিহ্নিত। আর সেখানেই বিজেপির র‍্যালিতে বড়সড় জনসমাগম দেখা যায়। জম্মু কাশ্মীর বিজেপির সভাপতি রবীন্দ্র রায়না দাবি করেছেন যে, শোপিয়ান জেলার মানুষ বিজেপির পাশে আছে। রবীন্দ্র রায়না বলেন, ‘গোটা কাশ্মীরে এই সময় বিজেপির জেলা দফতরে বড় রাজনৈতিক র‍্যালি হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমাদের জয় নিশ্চিত করতে বিভিন্ন জেলায় দলের নেতারা বৈঠক আর র‍্যালি করছে। মানুষ সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে যোগও দিচ্ছে।” বৃহস্পতিবারের এই র‍্যালির পর রবীন্দ্র রায়না বলেন, ‘আজ দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান, যা সন্ত্রাস কবলিত এলাকা বলে পরিচিত, যেখানে বিগত ৩০-৩৫ বছর ধরে জঙ্গিরা তাঁদের গতিবিধি চালিয়ে যাচ্ছে, সেখানে আজ হাজার হাজার মানুষ বিজেপির সঙ্গে চলার অঙ্গীকার করেছেন। হাজার হাজার মানুষ বিজেপিতে যুক্ত হচ্ছেন। যুবকরা বিজেপির প্রতি আগ্

শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করতে চান! স্বেচ্ছায় অবসর নিলেন IPS অফিসার

নিজের পরনে খাঁকি উর্দি, অন্তরে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আদ্যপান্ত একজন কৃষ্ণপ্রেমী। হরিয়ানার আইপিএস অফিসার ভারতী অরোরার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এতটাই গভীর যে, তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন শুধুমাত্র ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে। আইপিএস অফিসারের মনের ইচ্ছার কথা তুলে ধরে পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্তা জানিয়েছেন, ভারতী অরোরার আবেদন খতিয়ে দেখা হচ্ছে। ১৯৯৮ সালের আইপিএস ব্যাচের তিনি অফিসার। তিনি বর্তমানে আম্বালা রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল পদে রয়েছেন।১ আগস্ট তাঁর বয়স হবে ৫০ বছর। তিনি সেইদিন থেকেই স্বেচ্ছা অবসরের আবেদন জানিয়েছেন। ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ১৬(২) ধারায় স্বেচ্ছা অবসর চেয়ে তিনি মুখ্য সচিবকে চিঠি লিখে জানিয়েছেন, এই চাকরিটা আমার কাছে গর্বের ও আবেগের। এই চাকরির মাধ্যমে আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি বলে কৃতজ্ঞ। কিন্তু আমি এখন ইহজাগতিক মোহ মায়া ত্যাগ করে আমি নিজেকে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করতে চাই। চাকরির নিয়ম অনুযায়ী, তিন মাসের নোটিসের আবেদন মুকুবের আবেদন‌ও করেছেন ভারতী অরোরা। হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে, আবেদনের পুঙ্খ

দল বদলে বিশ্ব রেকর্ড সুবল ভৌমিকের! ৫ বার দল পাল্টে দ্বিতীয় বার যোগ দিলেন তৃণমূলে

আগরতলাঃ  বিগত কয়েকদিন ধরে ত্রিপুরার রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। ২ মে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পর তৃণমূলকে জাতীয় স্থরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই গেরুয়া শিবিরে ভাঙন দেখা দেয়। মুকুল রায়কে দিয়ে ত্রিপুরায় বড়সড় ভাঙন ধরানোর চেষ্টা ছিল তৃণমূল। আর এবার তাঁরা সেই লক্ষ্যে সফল হল। কদিন আগে প্রশান্ত কিশোরের আই প্যাক টিম ত্রিপুরায় যায়, সেখানে তাঁদের হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরপরই তৃণমূল-বিজেপির মধ্যে আরও তরজা বেড়ে যায়। তৃণমূলের একের পর এক নেতা ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন। ডেরেক ওব্রায়েন, ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদার বর্তমানে ত্রিপুরায় রয়েছেন। আর তাঁদের হাত ধরেই এবার তৃণমূলের শক্তি বৃদ্ধি হল বৃহস্পতিবার আগরতলায় বিজেপির প্রাক্তন রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক তৃণমূলে যোগ দেন। ওনার হাত ধরে বিজেপি এবং কংগ্রেসের আরও ৪০ জন নেতা তৃণমূলে যোগ দেন। উল্লেখ্য, সুবল ভৌমিক একদা কংগ্রেসের বড় নেতা বলে পরিচিত ছিলেন। এরপর তিনি কংগ্রেস ছেড়ে গ্রামীণ কংগ্রেস নামের একটি দলে যোগ দেন। এরপর তিন

শিক্ষা প্রদানের নামে চলছে টাকার লুট! বাঁদরামি বন্ধ করতে বড়ো সিদ্ধান্ত মোদী সরকারের

Image
ভারতের স্বাধীনতা সংগ্রামীরা স্বপ্ন দেখতেন, স্বাধীন ভারতে প্রদান করা হবে উচ্চ গুণমানের শিক্ষা। যা একজন বালক, বালিকাকে নিজের পায়ে দাঁড় করানোর পাশাপাশি মানুষ হওয়ার প্রেরণা যোগাবে। তবে দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার এত বছর পরেও শিক্ষার বিশেষ কিছু পরিবর্তন লক্ষ করা যায় না। আজও ভারত দেশে ইংরেজদের দ্বারা শুরু করে যাওয়া শিক্ষার প্রচলন রয়েছে। আর এই কারণে দেশ স্বাধীন হলেও পরাধীনতার মানসিকতা এখনও ভারতীয়দের মধ্যে রয়ে গেছে। লক্ষণীয় বিষয়, ভারতে এখন শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। ভারতের যে কোনো রাজ্যের দিকে দিকে তৈরি হয়েছে একের পর এক বড়ো শিক্ষা প্রতিষ্ঠান। তবে নামে বড়ো হলেও কাজে মোটেও বড়ো নয় এই শিক্ষা প্রতিষ্ঠান। যার মূল কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল উদেশ্য উচ্চ মানের শিক্ষা প্রদানের জায়গায় হয়ে দাঁড়িয়েছে টাকা উপার্জন। উদাহরণস্বরূপ দেশজুড়ে এখন প্রচুর সংখ্যায় ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে দেওয়া হয়েছে, যেখনে টাকার পরিবর্তে দেওয়া হয় ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ফার্মা ও মেডিকেল ক্ষেত্রেও এমন অভিযোগ উঠেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই সমস্ত উপদ্রবের উপর চাবুক চালানোর প্রস্তুতি নিয়েছেন ভারত সরকার। ভারত সরক

কেন্দ্রে মোদীর পরিবর্তে মমতাকে দেখতে চান জাভেদ আখতার! ‘খেলা হবে’ নিয়ে লিখবেন গান

Image
নভেম্বর মাসের মধ্যে উপ-নির্বাচন না হলে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদ থেকেও সরতে হতে পারে মমতা ব্যানার্জীকে। ‘তবে পরের কথা পরে দেখা যাবে’- এমনই মুডে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীরা মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী করার জন্য সমস্ত জোর লাগিয়ে দিয়েছে, অন্যদিকে মমতা ব্যানার্জী নিজেও বেরিয়ে পড়েছেন ২০২৪ এর টার্গেট নিয়ে। মোদী বিরোধী শক্তিশালী ব্রিগেড তৈরি করতে মাঠে নেমেছেন মমতা ব্যানার্জী। দিল্লী সফরে গিয়ে দেখা করছেন একের পর এক তাবড় নেতা নেত্রীদের সাথে যার মধ্যে সোনিয়া গান্ধীর নামও রয়েছে। তবে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, পাশাপাশি মোদী বিরোধী হিসেবে খ্যাত শিল্পীদের সাথেও দেখা করতে দেখা গেল মমতা ব্যানার্জীকে। কট্টর বিজেপি বিরোধী হিসেবে খ্যাত জাভেদ আখতার ও সাবানা আজমির সাথে দেখা করেছেন মমতা ব্যানার্জী। তাদের সাথে দেখা করেই ‘২০২৪’ এর টার্গেট নিয়ে আলোচনা করেছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভাইরাল হয়ে পড়া স্লোগান ‘খেলা হবে’ নিয়ে জাভেদ আখতারকে গান লেখার অনুরোধ জানিয়েছেন বলেও খবর। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়লাভ নিয়ে মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক টুইটে হাহাকার চীনে! পরিস্থিতি সামাল দিতে তিব্বতে দৌড়ালেন জিনপিং

আন্তর্জাতিক মহলে দেশের সন্মান বাড়লে সেই দেশের ক্ষমতা কতটা হতে পারে তা আরো একবার দেখিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র একটা টুইট যে কোনো বড়ো শক্তিশালী দেশকে কিভাবে বেসামাল করতে পারে তার দৃষ্টান্ত তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত, চীন ও আমেরিকার পরিপ্রেক্ষিতে বড়ো আপডেট সামনে এসেছে। আসলে বিগত কয়েক ঘন্টায় এমন কিছু হাইভোল্টেজ ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বের নজর কেড়েছে। আসলে ভারত ও আমেরিকা একসাথে চীনকে চেপে ধরেছে। যে দ্রুতগতিতে ঘটনাক্রমগুলি হয়েছে, তাতে মনে করা হচ্ছে যে পুরো পরিকল্পনা ভারত, আমেরিকা আগে থাকতেই করেছিল। ঘটনার শুরু হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট দ্বারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দালাই লামার জন্মদিন উপলক্ষে এক টুইট করেন। সেখানে তিনি দালাই লামকে শুভেচ্ছা জানান। এক টুইট আর চীনের বিরুদ্ধে শুরু হয় খেলা। একবারে আন্তর্জাতিক লেভেলের খেলা। যার দিকে নজর ঘুরে যায় পুরো বিশ্বের মিডিয়ার। প্রধানমন্ত্রী মোদীর টুইটের সাথে সাথে তিব্বতে চীনের বিরুদ্ধে আওয়াজ উঠতে শুরু হয়। টুইটের প্রভাব এতটাই ছিল যে জিনপিংকে সমস্ত কাজ ছেড়ে দৌড়াতে হয়

‘বেঁচে থাকতে মুসলিম হব না” নিজেকে হিন্দু প্রমাণ করতে পায়ে হেঁটে সুপ্রিম কোর্টে যাচ্ছে প্রবীণ

সাহারানপুরঃ ধর্মান্তকরণ মামলায় হাজার হাজার মানুষের তালিকায় উত্তর প্রদেশের সাহারানপুরের এক যুবকের নাম ভুল ভাবে যুক্ত হয়ে যাওয়ায় তাঁর জীবন নরক হয়ে উঠেছে। সমাজের মানুষ তাঁকে জঙ্গি, দেশদ্রোহী আর গদ্দার বলে প্রতারিত করছে। আর সেই কারণেই প্রবীণ নামের ওই যুবক নিজের হারিয়ে যাওয়া সম্মান ফেরত পেটে সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য বেরিয়ে পড়েছে। আর এর জন্য সে ২০০ কিমি পথ পায়ে হেঁটে অতিক্রান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা সাহারানপুরের নাগল থানা এলাকার শীতলাখেড়ির। সেখানে প্রবীণ কুমার নামের এক যুবককে গত মাসে ইউপি এটিএস ধর্মান্তকরণ মামলায় গ্রেফতার করেছিল। তাঁরা যেই তালিকা পেয়েছিল, সেখানে প্রবীণের নাম ছিল। যদিও, তদন্তে প্রবীণের বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়ায় তাঁকে মুক্ত করা দেওয়া হয়। তাঁকে এই মামলায় ক্লিনচিটও দেওয়া হয়েছে। ধর্মান্তকরণ মামলায় ATS প্রবীণকে নির্দোষ বললেও সমাজের মানুষ তাঁকে বহিষ্কার করেছে। গ্রামবাসীরা প্রবীণকে জঙ্গি আর সমাজ বিরোধী গতিবিধিতে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করেছে। এমনকি তাঁর বাড়ির দরজাতে জঙ্গি পর্যন্ত লিখে দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রবীণ জানিয়েছে যে তাঁকে ষড়যন্ত্র অনুযায়ী ফাঁসান

বিহারিদের গুন্ডা বলায় মহুয়া মৈত্রকে নিয়ে তুমুল বিতর্কিত বয়ান বিহারের বাম বিধায়কের

পাটনাঃ  তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে বিহারিদের নিয়ে বিতর্কিত বয়ান দেওয়ার অভিযোগ উঠেছে। আর এরপর থেকেই বিহারের অধিকতর দলের নেতারা তৃণমূল সাংসদকে একের পর এক কটাক্ষ করে চলেছেন। সেই ক্রমেই মহুয়াকে আক্রমণ করে বিহারের CPI বিধায়ক সত্যেন্দ্র যাদব (Satyendra Yadav) আরও একটি বিতর্কিত বয়ান দিয়ে দিলেন। সত্যেন্দ্র যাদব বলেছেন, তৃণমূল সাংসদের বিহারিদের নিয়ে দেওয়ার বয়ান সহ্যের সীমা অতিক্রান্ত করেছে। সবাই জানে মহুয়া মৈত্র কীভাবে রাজনীতিতে এসেছেন। সিপিআই বিধায়ক বলেছেন, ‘সিনেমায় নাচ-গানা করে রাজনীতিতে পা রেখেছেন। এরকম মানুষ রাজনীতিতে এসে সংসদে পৌঁছলে এমনই বয়ান দেবেন। আগে নিজের চরিত্র নিয়ে বিচার করুন, তারপর অন্যদের নিয়ে বলবেন। সবাই জানে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কীভাবে রাজনীতিতে এসেছেন।” বলে দিই, মহুয়া মৈত্রর বয়ানের পর বিহারের অনেক নেতাই এটাকে বিহারিদের অপমান বলে আখ্যা দিয়েছেন। বিজেপির বিধায়ক সঞ্জয় সরাবগী তৃণমূলের সাংসদের বয়ান নিয়ে আক্রমণ করেছেন। তবে তিনি মহুয়া মৈত্রকে আক্রমণ করার বদলে লালু প্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি প্রধান তেজস্বী যাদবকে আক

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হয়েছিল মামলা! আদালতের রায় শুনে মুখে হাসি বিজেপির

Image
মিঠুন চক্রবর্তীর জনপ্রিয় সংলাপই যে রাজনৈতিক হিংসার মূল, এই দাবিকে খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি। নির্বাচন পরবর্তীকালে জনমানসে হিংসা ছড়ানোর জন্য কোনওভাবেই মিঠুন চক্রবর্তীর ফিল্মি সংলাপ দায়ী নয় এমনই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। আদালতের এই মন্তব্যের প্রেক্ষিতে আপাতত স্বস্তিতে রয়েছে বর্ষীয়ান এই অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেড সমাবেশ সহ একাধিক জনসভাতে তাঁকে গেরুয়া প্রচারে দেখা গিয়েছে। প্রচারে চটকদারি আনতে নিজের একাধিক ছবির সংলাপ টেনে এনেছিলেন তিনি। নির্বাচন পরবর্তীকালে রাজনৈতিক হিংসার অন্যতম কারণ হিসাবে মিঠুনের সেই সব ফিল্মি সংলাপের প্রসঙ্গ তুলে ধরে বর্ষীয়ান এই অভিনেতার বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের করেছিলেন মৃত্যুঞ্জয় পাল নামের এক ব্যক্তি। অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, উস্কানিমুলক মন্তব্য, শান্তিভঙ্গের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। সেই সময় হতাশ হয়েছিল গেরুয়া শিবির। তবে এখন আদালতের রায় শুনে মুখে হাসি বিজেপি সমর্থ

কাশ্মীরে স্কুল তৈরির জন্য ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার! টুইট করে জানাল BSF কর্তৃপক্ষ

Image
খিলাডি কুমার ওরফে অক্ষয় কুমার এমন কিছু না কিছু করেই থাকেন যাতে দেশজুড়ে উনার প্রশংসা হতেই থাকে। নিজের সিনেমার পাশাপাশি সামাজিক কাজের জন্য অভিনেতা চর্চায় থাকেন। বিশেষ করে সেনা ও সুরক্ষা জওয়ানদের ইস্যুতে অক্ষয় কুমারকে কাজ করে দৃষ্টান্ত প্রস্তুত করতে দেখা যায়। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার কাশ্মীরে স্কুল নির্মানের জন্য ১ কোটি টাকা দান করেছেন। এই টাকা দানের জন্য সম্প্রতি অভিনেতা বিএসএফ জওয়ানদের সাথে সাক্ষাত করেছিলেন। যে স্কুলের জন্য অক্ষয় কুমার দান করেছেন মঙ্গলবার দিন ওই স্কুলের ভিত্তিপস্তর রাখা হয়েছে। স্কুলের জন্য প্রয়োজনীয় অর্থ অক্ষয় কুমার BSF কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। BSF কর্তৃপক্ষ টুইটারে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। স্কুলের নাম অভিনেতা অক্ষয় কুমারের স্বর্গীয় পিতা হরিরাম ভাটিয়ার নামে রাখা হয়েছে বলে জানা গেছে। স্কুলের পুরো নাম রাখা হয়েছে, হরিরাম ভাটিয়া এডুকেশন ব্লক গভর্মেন্ট মিডিল স্কুল নীরু। স্কুলটি কাশ্মীরের নীরু গ্রামে অবস্থিত। অক্ষয় কুমার নীরু গ্রামে গিয়ে জওয়ানদের সাথে সাক্ষাত করেছিলেন। যারপর তিনিও সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি শেয়ার করেছিল

কলকাতার রাস্তায় মুখে কালো কাপড় বেঁধে অভিনব প্রতিবাদ মদনের, চাইলেন মোদী-শাহের ইস্তফা

বাংলা হান্ট ডেস্কঃ  পেগাসাস কাণ্ডে বর্ষাকালীন অধিবেশনে সংসদের দুই ভবনই কাঁপিয়ে রেখেছেন তৃণমূলের (All India Trinamool Congress) সাংসদরা। এবার সেই কাণ্ডে অভিনব প্রতিবাদ দেখালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বৃহস্পতিবার কালো ঘোড়ায় চেপে চোখে কালো কাপড় বেঁধে কালো পোশাকে প্রতিবাদ জানালেন তিনি। ওনার এই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি উঠেছে। ভবানীপুর থেকে ২ কিমি কালো ঘোড়ায় চেপে প্রতিবাদ জানান মদন মিত্র। মদনবাবু যেই ঘোড়ার পিঠে চেপে ছিলেন, তাঁর পিঠে ডানা লাগিয়ে গলায় পেগাসাসের একটি প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মদন মিত্র এই প্রতিবাদ কর্মসূচি থেকে বলেন, ‘মানুষের ফোনে আড়ি পাতছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্য প্রকাশের জন্য তদন্ত কমিটি গঠন করেছেন। বিজেপি গোটা দেশে করোনা আর পেগাসাসের বিষ ছড়াচ্ছে।” উল্লেখ্য, তৃণমূল সহ বিজেপির বিরোধী প্রতিটি দিলই পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। ফোনে আড়ি পাতা নিয়ে সংসদে তুলকালামও করেছে বিরোধী দলের সাংসদরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্

“ভোট গণনায় বেনিয়ম হয়েছে, আবার গণনা করা হোক”- হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা রাহুল সিনহা

নির্বাচনী ফলাফল নিয়ে বিজেপি ও তৃণমূল কেউই সন্তুষ্ট নয়। দুই দলের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে। এবার সেই বিতর্ক আরেকটু উস্কে দিলেন রাহুল সিনহা। ২০২১ সালের নির্বাচনী ফলাফলের গণনা চলাকালীন অনিয়মের অভিযোগ তুলে এবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি এবার উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা থেকে বিজেপির ভোটপ্রার্থী ছিলেন। কিন্তু তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে ৩৮৪১ ভোটে পরাজিত হন। ভোট গণনায় গরমিলের অভিযোগ বিজেপির পক্ষ থেকে নতুন নয়, এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল সিনহা। অন্যদিকে, নন্দীগ্রামের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুনর্গণনার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। পরবর্তীকালে আরও কয়েকজন পরাজিত তৃণমূল প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছেন। উল্টোদিকে বেশ কয়েকজন বিজেপি নেতাও পুনর্গণনার দাবি তুলে হাইকোর্টে মামলা ঠুকেছেন। সেখানে রয়েছেন মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেও। সেই তালিকায় সর্বশেষ সংযোজন হলেন রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ যে যে প্রার্থীর এই ধরনের মামলা

ছাগলকে গণধর্ষণ পাকিস্তানে, কদিন আগে ধর্ষণ ঠেকাতে পর্দা করার কথা বলেছিলেন ইমরান খান

ওকারাঃ  পাকিস্তান (Pakistan) থেকে এক লজ্জাজনক ঘটনা সামনে আসছে। পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের ওকারা শহরে একটি ছাগলকে গণধর্ষণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধর্ষকদের অত্যাচারে ছাগলটির মৃত্যু হয়। এই মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর ছাগলের মালিক ওকারার সতগারা থানায় নইম, নদীপ, রব নওয়াজ সমেত পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ছাগলের মালিক জানান, অভিযুক্তরা ছাগলটিকে নিয়ে ফাঁকা জায়গায় গিয়ে এই কাজ করেছে। তিনি জানান, আমি যখন ছাগলের খোঁজে যাই তখন অভিযুক্তরা আমাকে দেখে পালায়। পুলিশ অভিযোগ জমা নেওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তরা নিজেদের দোষ কবুল করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পাকিস্তানের নেটিজেনরা দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ট্রোল করা শুরু করে দেয়। উল্লেখ্য, ইমরান খান কিছুদিন আগে মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচার নিয়ে বিতর্কিত বয়ান দিয়েছিলেন। ইমরান খান বলেছিলেন, যৌন শোষণ মহিলাদের অশালীন পোশাকের কারণে হয়। পাশাপাশি তিনি মহিলাদের পর্দা করার পরামর্শ দিয়েছিলেন। এবার ছাগলের সঙ্গে হওয়া গণ ধর্ষণের ঘটনার পর পাকিস্তানি নেটিজেনরা ইমরান খানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে। ত

লোকাল ট্রেন বন্ধ রেখে ‘খেলা হবে দিবস”-এর আগের দিন পর্যন্ত বাংলায় বাড়ল বিধি নিষেধ

Image
কলকাতাঃ ফের বাড়ল রাজ্যে বিধি নিষেধ। আগামী ১৫ই আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে কড়া বিধি নিষেধ। তবে এবার বেশ কিছু ছাড়ের ঘোষণাও করা হয়েছে রাজ্যের তরফ থেকে। বৃহস্পতিবার সকালে রাজ্যের মুখ্য সচিব একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন যে, ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যে নতুন করোনা নিয়ম লাগু থাকবে। দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আর সেই আশঙ্কার কথা মাথায় রেখেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল। নতুন নিয়মে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে। তবে সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। বন্ধ দরজায় ৫০ শতাংশ দর্শক নিয়ে সরকারি অনুষ্ঠান করানো যাবে বলে জানানো হয়েছে। নবান্নের তরফ থেকে জারি নতুন নির্দেশিকায় আইন যথাযথ ভাবে পালন করানোর জন্য কড়া নজর রাখার কথা জানানো হয়েছে। এছাড়াও মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জমায়েত যাতে না করা হয়, সেটার দিকেও নজর রাখতে বলা হয়েছে। তবে লোকাল ট্রেন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজধানী দিল্লী সফরে থাকায় এবার মুখ্যসচিব নিজে নির্দেশিকা জারি করেছেন। পাশাপাশি লোকাল ট্রেন নিয়ে ক

দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ঝাড়খণ্ড, বিচারককে দিনে-দুপুরে খুন ধানবাদে! কংগ্রেসের মুখে কুলুপ

ধানবাদঃ  ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad) সড়ক দুর্ঘটনায় এক বিচারকের মৃত্যুর মামলায় পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। অটো চালক সহ তিন অভিযুক্তকে গিরিডি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ খুনি অটোটিও উদ্ধার করেছে। চুরি করা অটো দিয়ে বিচারককে ধাক্কা দিয়ে খুন করা হয়েছিল। বুধবার বিচারক উত্তম আনন্দ (Uttam Anand) প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় পিছন থেকে একটি অটো এসে ওনাকে ধাক্কা মারে। এরপর অটো চালক সেখান থেকে পালিয়ে যায়। Additional Sessions Judge, Dhanbad #UttamAnand gets run over during his morning walk under suspicious circumstances The judge was dealing with a few high-profile murder cases from d area & had recently rejected bail applications of notorious few criminals pic.twitter.com/0FrcPH70uE — Ashwani Dubey (@ashwani_dube) July 28, 2021 https://platform.twitter.com/widgets.js সেখানে উপস্থিত জনতা তড়িঘড়ি বিচারককে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন ওনার মৃত্যু হয়। এরপর থেকে পুলিশ এই ঘটনাকে হত্যার ষড়যন্ত্রের হিসেবে তদন্ত শুরু করে। বিচারক কয়েকটি গুরুতর মামলার

মোদীই সেরা, সবাইকে ছাপিয়ে টুইটারে ৭০ মিলিয়ন ফলোয়ার্স হল প্রধানমন্ত্রীর

নয়া দিল্লীঃ  ফের এক বড়সড় কীর্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে (Twitter) ওনার ফলোয়ার সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে গেল। বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোজই বেড়ে চলেছিল ওনার ফলোয়ার সংখ্যা, আর এবার তা ছাড়িয়ে গেল ৭ কোটি। খেলোয়াড়দের উৎসাহ দেওয়া থেকে শুরু করে ভারত তথা বিদেশের সমস্ত কিছু বিষয়েই টুইট করে থাকেন তিনি। Congratulations to PM Shri @narendramodi for crossing 70 Million Followers on Twitter. Thank you for your love and support. pic.twitter.com/m5EpTqOIX3 — BJP (@BJP4India) July 29, 2021 https://platform.twitter.com/widgets.js শুধু ভারতেই ওনার জনপ্রিয়তা তুঙ্গে তা নয়, ভারতের বাইরে বিভিন্ন দেশেও ওনাকে অগণিত মানুষ ভালোবাসেন। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র হোক আর আরব দেশ, তিনি যেখানেই যান, সেখানেই ওনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ জড় হয়। টোকিও অলিম্পিকে দেশের খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হোক, আর যেকোন উৎসবই হোক, উনি সবসময় টুইট করে জনগণকে শুভেচ্ছা জানান। সোশ্যাল মিডিয়ায় ওনার এত সক্রিয় থাকার কারণেই