অশোক দিন্দার কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারল না তৃণমূল! সোহমকে ঘিরে জয় শ্রী রাম ধ্বনি
ময়নাঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হচ্ছে আজ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর দক্ষিণ ২৪ পরগনার ৩০ আসনে ভোটগ্রহণ পর্ব চলছে। আর এবারে নির্বাচন একটু আলাদা হচ্ছে। কারণ প্রতিবার বিরোধী পক্ষ অভিযোগ করে বলে যে, শাসক দল তৃণমূল তাঁদের এজেন্ট বসতে দিচ্ছে না। কিন্তু এবার স্বয়ং শাসক দল অভিযোগ করে বলছে যে, বিজেপি তাঁদের পোলিং এজেন্টকে বসতে বাঁধা দিচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না শাসক দল তৃণমূল অভিযোগ করে বলে যে, বিজেপি তাঁদের এজেন্টকে বসতে দিচ্ছে না বুথে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলে, সেক্টর অফিসারকে এই নিয়ে বারবার অভিযোগ করা স্বত্বেও সুরাহা হয়নি। আরেকদিকে, বিজেপি সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। ময়নার বিজেপি প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা বলেন, এলাকায় শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হচ্ছে। মানুষ অবাধে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আরেকদিকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার অভিযোগ উথেছে। জানা গিয়েছে যে, একটি বুথ পরিদর্শন করতে গেলে সোহম চক্রবর্তীকে ঘ