ভাগবত গীতার সাথে কেন তাজমহলের তুলনা উচিত নয় তার দূর্দান্ত বিশ্লেষণ করলেন যোগী আদিত্যানাথ।
দেশের সবথেকে বড়ো রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। যোগী আদিত্যানাথ এমন একজন মুখ্যমন্ত্রী যিনি স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলেন যে কারণে তথাকথিত সেকুলারদের চোখে উনি কট্টর হিন্দুত্ববাদী নেতাতে পরিণত হয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশের উনি কখনোই হিন্দু, মুসলিম বা খ্রিস্টানদের জন্য আলাদা নীতি তৈরি করে রাখেননি বরং সকলকে সম্প্রদায়ের জন্য সমান নীতি রেখে কাজ কাজ করেন। সম্প্রতি এক টিভি চ্যানেলের ইন্টারভিউতে যোগী আদিত্যানাথকে এই বিষয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল যার সঠিক ও যুক্তিযত উত্তর দেন উনি। টিভি চ্যানেলের সাংবাদিক যোগী আদিত্যানাথকে বলেছিলেন রাজনৈতিক জগতে আপনার ছবি একজন কট্টর হিন্দুত্ববাদীর। এর সাথে সাথে সাংবাদিক যোগীজিকে জিজ্ঞাসা করেন যে “আপনি ভাগবত গীতাকে ভারতীয় সংস্কৃতির প্রতীক চিহ্ন হিসেবে গণ্য করলেন, তাজমহলকে কেন ভারতীয় সংস্কৃতির প্রতীক চিন্হ বলে গণ্য করেন না? তাজমহল তো প্রেম, ভালবাসার প্রতীক!” যোগী আদিত্যানাথের অসাধারণ উত্তর! এর উত্তরের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ এমন উত্তর দিয়েছিলেন যা যেকোনো মানুষের মন জয় করতে যথেষ্ট। যোগী আদিত্যানাথ উত্তর দেন, ” আপনারা যদি সঠিকভাবে আমার কাজ অনুসর